চুমুর রঙ ফ্যাঁকাসে,
সামাজিক সংস্কৃতির সর্বশেষ সংস্করণে-
বিপ্লবীরা মাতাল নয়তো প্রেমিক হবার ছলনা করে,
পার্কের বেঞ্চে ছিটানো বাদাম খোসার মতো-
রোজগার বিচ্ছিন্ন শিরোনামে যা কিছু খবরের কাগজে,
সম্ভ্রম এবং শরীর কর্তন এক অনুচ্ছেদে।
পার্টি অফিসে রোজ দু'বেলা ভোগ জুটে যায় তবে-
জাতিগত দম্ভ-
চেটেপুটে গর্ব মুন্ডিত ঐতিহ্যে,
সংহতির বিশেষ কীর্তন রোজ খাওয়ার আগে ও পরে।
মাইনষের বাচ্চাগুলার বুকে শ্যাওলা জমছে-
ফাঁপা ল্যাওরাটা চোষা হইলেও কি?
চৈতন যে দন্ডের গোড়ায় সেঁটে গ্যাছে;
নিংড়ানি দিলে,
খালি বুকের উপ্রে মাটির দলাই ঝুরঝুরা হইবো-
ভিতরে তো সব জিংক, জিপসাম, ইউরিয়া খাইছে।
নাভির উপরে সিল বসাইয়া-
ওরা দলিল কইরা গ্যাছে,
শুধু কাঙ্গাল আর সর্বহারারাই ক্ষেতি কাম করে,
বাঙাল'গো নয়া নেতারাও লাট সাহেব হইছে-
তেরছা ঠাপাঠাপি কইরা;
সবকটা বেজন্মা কিন্তু বিরাট বড় বাঙ্গাল হইছে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১০