গত দুই- তিন দিন যাবত ফেসবুক এবং ব্লগে সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে জাগো সংগঠনের কর্মকান্ড। আমি সেসব দিকে যাবোনা। তাদের সদস্য কোন ভার্সনের এডুকেশনে পরছে সেটা আমার চিন্তা না। তাদের মেয়েরা যে টি শার্ট পড়েছে সেটা আমার সমস্যা না এমনকি তাদের রাতের বেলার আলো-আধারির পার্টিও আমার সমস্যা না। আমি শুধু নিচের কয়েকটা প্রশ্নের জবাব চাই।
১. জাগোর সদস্যরা আপাতদূষ্টিতে একটি মহত উদ্দেশ্যে কাজ করছে,,আর তাদের লোগো সম্বলিত টি শার্টটি হচ্ছে তাদের কাজের আইডেন্টিটি। তারা অর্ধনগ্ন হয়ে ডিজে পার্টিতে যাবার সময় অথবা সীসা নামক মাদকটি খাবার সময় কি এই পোষাকটি ব্যবহার না করলে পারতো না???
২. আমার বিশ্ববিদ্যালয় এ তারা যখন ফান্ড কালেক্ট করতে এসেছিল তখন আমার নিজের কাছে যে ছেলেটি সাহায্য চেতে এসেছিল তার ডান হাতে ছিল ফান্ড কালেক্ট এর বাক্স আর বাম হাতে ছিল হানিকেন বিয়ার। এটা কি ধরনের মানসিকতা / স্মার্টনেস??? বিয়ার খেতে আমি তাকে মানা করছিনা কিন্তু আমার কথা হচ্ছে এলকো খেতে খেতে যখন কেউ আমার কাছে গরীবের জন্য সাহায্য চাচ্ছে আমি কি তাকে বিশ্বাস করতে পারবো অথবা বেপারটাকে সাভাবিক ভাবে নিতে পারবো??? এর নাম যদি হয় আধুনিকতা তবে আমার দরকার নেই এমন আধুনিকতার।
৩. সেদিনই আমি দেখলাম যে ৭-৮টি ছেলে আর ২টি মেয়ে টাকা কালেক্ট করার ফাকে ওপেন দাড়িয়ে সিগারেট খাচ্ছে। আবার বলছি তারা সিগারেট খাক না কি খাক সেটা আমার চিন্তা না। কিন্তু তারা যখন আমাদের ক্যাম্পাসে এসেছিল ফান্ড কালেক্ট করতে তখন কিন্তু তারা জাগোর ব্র্যান্ড এম্বাসেডর। তাদের প্রতি আমার যে পারসেপশন তৈরি হবে সেটাই কিন্তু তাদের সংগঠনের প্রতিও প্রজোয্য হবে।
৪. জাগোর ওয়েবসাইট অনুযায়ি তাদের রেজিসটার্ড মেম্বার হচ্ছে ৭০০০ এবং এদের প্রত্যেককে সদস্য হবার সময় ১০০০ টাকা করে দিতে হয়েছে যার মানে ৭০ লক্ষ্য টাকা!!!! আবার এদেরকে প্রতি মাসে ৫০০ করে চাদা দিতে হয় মানে আরো ৩৫ লক্ষ্য টাকা!!!! এই ছেলে-মেয়েদের থেকে তারা এই টাকাটা নিচ্ছে মানব সেবার কথা বলে অথচ আসলেই কি এত টাকার কাজ হচ্ছে????
৫. তারপর তাদের কর্পোরেট পার্টনার হচ্ছে কে এফ সি, ডি এইচ এল, ঢাকা ব্যাংক এর মতো বড়ো বড়ো কম্পানি,,তারাও নিশ্চয়ই কম টাকা দিচ্ছেনা,,,সেসব টাকা যাচ্ছে কোথায়????
৬. তাদের প্রোফাইল এ দেখলাম তাদের স্কুলের শিক্ষার্থিদের স্কুল ব্যাগ, জুতো, শিক্ষার বিভিন্ন উপকরন ডোনেশন হিসেবে আগা খান স্কুল এর মত অনেকে দিচ্ছে। তাহলে তারা যে টাকা কালেক্ট করছে সেটা খরছ করছে কোথায়??
যারা এই কয়েকদিন যাবত জাগোর পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন তাদের প্রতি আমার আবেদন আমাকে খালি এই কয়টা ব্যাপারে ক্লিয়ার করেন। বুকে হাত দিয়ে বলছি এই প্রশ্নগুলার সন্তোষজনক জবাব পেলে সবার আগে আমি জাগোর পাশে গিয়ে দাড়াবো,,,তাদের সাথে আমিও যুক্ত হবো কিন্তু তা না পেলে জাগোর প্রতি থাকবে আমার শুধুই ঘূনা। আমি মনে করি গরিবকে এক্সপ্লোয়েট করে কামানো টাকা দেহপসারিনির দালালের কামানো টাকার থেকেও নোংরা।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১৫