অসুখের এই শিক্ষাযাত্রা, পড়ছি আর করছি ঝুঁটা,
কতো গড়লাম সার্টিফিকেট এই, দিন-কে-দিন মাথামোটা।
ক্লাস-ঘুম আর পেটের পূজা, যাচ্ছে জীবন যাচ্ছে বেলা;
এইতো জীবন ঝাক্কাস ভাই, সার্টিফিকেট পেলেই দ্যাখবে খেলা!!
খেলা হল জীবনখানা, পড়লাম তো কতোবেলা;
পড়তে পড়তে জীবনখানা, হয়না তবু "ভাবনা" খোলা।
ও খোলামন যাসনে কোথাও, একটু মনু-ষ্যত্ব শেখা;
সার্টিফিকেটেই ঘুচলো শেখা, নামের আগে ডঃ লেখা।
ডক্টর লেখো-ব্যারিস্টার লেখো, লেখো ডেসিগনেশন;
এতো রঙের বাহারে পড়ে, গোল্লায় বাংলা-নেশন।
এতো বাহারী নাম যাহার ভাই, কেমন সে শিক্ষিত?
রাজনীতির কাছে মাথা বেঁচে, শিখায় হও দীক্ষিত!
নামের শেষে "স্যার" শুধাই তাদের, হউক না বেচা মাল;
জ্ঞানের ভারে ন্যাটা রাজা, যুগটাই বেশামাল।
রোবটের এই জীবনখানা, সিজিপিএ ইজ লাইফ;
মারছি ময়দা দিচ্ছি চ্যাক-ইন, ডি-এসলারের হাইপ।
শিক্ষিত হচ্ছি "হাই ডুড" ভাই, বাংলিশে তাঁবেদারি;
২টা লাইন শুদ্ধ লিখতে, ছাঁইড়া দে মা কাইন্দা বাচি।
ভেলার উপর আমরা সবে, ভেলার মাঝি নাই;
অসুখের এই শিক্ষাযাত্রায়, "গাধা" হল "ভাই"।
কি হবে এই বোকার রাজ্যে, ভেড়ার পালে সেচ্ছায় ;
যাত্রার নাটকে কতো নায়ক, দেশটা গেল গচ্ছায়।
এই আমাদের শিক্ষাযাত্রা, স্মার্ট-অাধুনিকতার জেনারেশান;
দিনশেষে এরাই শুধায়, হোয়াট'জ ইওর ডেসিগনেশন?? দিনে দিনে করলাম ভারী, সার্টিফিকেট দিয়ে গড়লাম ফানুশ,
হলাম অমুক-হলাম তমুক, হলাম না শুধু একটু "মানুষ"।
:: হিমুরাজ রিয়াজ ::
:: ১৬/০১/২০১৮ খ্রিস্টাব্দ ::
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১২