জীবনের এই শব্দকল্পে, কি আসে আর কি চলে যায়;
কি নিয়ে এই বিশ্বনগর, জীবন নামক গল্প সাজায়?
কতো স্বপ্নে বিভোর জনম, যাচ্ছে কালের বিষাদ সময়;
কি খুঁজে চলি কিসের আশায়, কতো প্রশ্নের অবহেলায়।
একটু বেলা আর একটু অবেলায়, নাটাই বিহীন ঘুড়ির ছাঁয়া;
কোথায় হারায় আর কোথায় জড়ায়, মস্তিষ্কহীন কথামালা।
নিজের ভালো নিজে বুঝি, ঘুড়ির সুতোয় নেই কো বাঁধা,
নিজ আকাশে নিজেই রাজা , ছন্দোবদ্ধ জীবনখানা।
কোন কাননের ফুল খুঁজি আজ, কোন বাঁশির বিষের সুরে;
কোন কবিতার অন্তর্জালে, আমার গল্প ছন্দ হারায়?
কিসের মায়ায় কাটছে বেলা, হাসিমুখ আজ কোথায় হারায়?
জীবনের এই প্রশ্নগুলি আজ, হঠাৎ কেন আমায় ভাবায়?
:: ২৭-০১-২০১৮ খ্রিস্টাব্দ::
:: হিমুরাজ রিয়াজ::
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০