ভেবেছিলাম এই রাস্তায়
তোমার পাশাপাশি দশ-হাজার কোশ অথবা তার থেকেও বেশি দুজন পাশাপাশি হাটব
আমাদের ছায়াগুলা মিলে থাকবে সারাক্ষন...
প্রবল বৃষ্টি অথবা পুলিশের আড়চোখ ফাঁকি দিয়ে,
কফিহাতে পাশাপাশি দাঁড়িয়ে তোমার সুবাসে মুগ্ধ হবার ইচ্ছেটা
যে জেঁগেছে ভীষণ...!
এই শহর ছাড়ার চাপ,
এই দেশ ছাড়ার চাপ আসছে প্রতিনিয়ত
তবুও দাঁত কামড়ে বসে আছি...
হয়ত পিছন থেকে জাপ্টে ধরবে আমাকে।
কোন এক ঝড়ের সন্ধ্যাতেব
দুজনে এই অন্ধকার ঢাকাতে রিক্সায় ঘুরব।
তোমার চুল উড়বে..
আমি মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে দেখব তোমার প্রতিমার মত মুখখানি