কবি: (এফ জে স্বাধীন)
FJ shadin
তুমি এসেছিলে বলে,
সাদা বকগুলো মেঘলা আকাশপটে
প্রানখুলে করছে অবাধ বিরন।
তুমি এসেছিলে বলে,
ছন্নছাড়া কাকটা আর যে ডাকছে না,
হয়ত তুমিই সেই কারন।
তুমি এসেছিলে বলে,
ঝিঝিপোকার ডাকগুলো আরো
হয়েছিল মধুর।
তুমি এসেছিলে বলে,
সারাটাদিন যেন মিষ্টি সকাল ছিল
হয়নি ঝাঝাtলো দুপুর।
তুমি এসেছিলে বলে
রুক্ষমাটির বুকে ফুটেছে শুভ্র সাদা কাশফুল।
তুমি এসেছিলে বলে
প্রতিটি নব বালিকাবধূ আরো হয়েছে
প্রেমাকুল।
তুমি এসেছিলে বলে,
আমার যত্নের টবের একটি রক্ত গোলাপ ঝরে পড়েছে।
তুমি এসেছিলে বলে,
রজনীগন্ধা আজ রাত পেরিয়ে দিনটাকেও
সুভাষিত করেছে।
তুমি এসেছিলে বলে
শিশির ফোটা ভিজিয়েছে কোমল সিগ্ধ সবুজ ঘাসকে।
তুমি এসছিল বলে
পাখির কন্ঠ পেয়েছে নতুন মাত্রা মাতিয়েছে আশপাশকে।
তুমি এসেছিলে বলে,
চির শাপলার দেশে যত্রতত্র ফুটতো আতঙ্ককের রক্তজবা ।
তুমি এসেছিলে বলে,
শকুনরা নেমে এসেছিল ফুটপাতের কবিদের কাছে।
তুমি এসেছিলে বলে,
ঢোলের শব্দে কোমর দোলানো মানুষগুলো
ঘাড়ে নিয়েছিল মেশিনগান।
তুমি এসেছিলে বলে,
মসজিদের এই শহরে ভোররাতে আকাশে মোটর আর রাইফেলর শব্দ ভাসত
ভাসত না আজান