সামহোয়্যারইন ব্লগ টিম আমার শেয়ার করা পোস্টটা কেন সরিয়ে দিল বুঝলাম না।লেখাটাতে তো কাউকে অপমান করা হয়নি।যা আমরা সবাই জানি,যেটা দিবালোকের মতো সত্য সেটা শেয়ার করা বা লেখাটা ও কি দোষ??যদি সত্য প্রকাশ করার মতো সাহস না থাকে তাহলে কি দরকার,''বাঁধ ভাঙার আওয়াজ'' নামক বাক্যটি লেখার সেখানে লেখা উচিত,''মন খুলে দালালি করুন,না হয় লিখুন,''দয়াকরে কেউ সত্য লিখবেন না,কারন আমাদের সত্য প্রকাশ করার মতো মেরুদন্ড নাই।''
আমি মানুষ,জানোয়ার নই।তাই আমার একটা বিবেক রয়েছে।সেখানে নিজ পিতার করা ভূলটা যেমন ভূল তেমনি কোন সরকার প্রধানের করাটা ও ভূল।আমরা আজ মেরুদন্ড বিহীন জাতিতে পরিনত হয়েছি।আমাদের ইতিহাস অন্য কথা বলে,যারা শাসকের অন্যায়ের প্রতিবাদ করতে জানতো।রাজপথে বুকে গুলি নেবার সাহস রাখতো।আমরা সেই সব সাহসি সন্তানদের এ প্রজন্ম বলে চিন্তা করতে নিজেরই লজ্জা লাগে।
মন থেকে এ টিমের সবাইকে দালাল বলে গালি দিতে ইচ্ছে করছিল,কিন্তু বিবেক মানা করলো।আর তাই সেটা করা হলো না।কেবল এটা বলার ইচ্ছে করে,সত্য সবসময় একটু তিতা হয়,আর সত্য প্রকাশ করতে গেলে সেটা কারো না কারো বিপক্ষে যাবেই।সেই লোকটি কে সেটা চিন্তা না করে যদি লেখাগুলো সত্য হয় তাহলে সেগুলো প্রকাশ করার মতো সৎ সাহস সামহোয়্যারইন ব্লগ টিমের থাকা উচিত।
জানি না এ লেখার পর কি..............??
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ দুপুর ২:০৭