সুট আউট এট বাগালুর - ২০ ডিসেম্বর ২০০৯
এটা যে কোনো সিনেমার সুটিং নয়, বরং সত্য ঘটনা এটা বুঝতেই জনতার মুখের হাসি মিলিয়ে গেল ৷ পুলিস ও দুস্কৃতির গুলির লড়াই যে নিজের জীবন বিপন্ন করতে পারে এই ভেবে জনতার ভিড় কেটে জায়গাটা একটা ফাঁকা ময়দানে পরিনত হল ৷ যারা হিরো হিরোয়িনের ছবি তোলার জন্য মোবাইল ফোনের ক্যামেরার খাপ খুলেছিলেন তারা সেটা পকেটে পুরে দৌড় মারলেন ৷ তারপর অপরাধীদের জখম হওয়ার পর পণবন্দী "পানশালা'র মহিলা কর্মীদের" উদ্ধার করে পুলিস ৷ অকুস্থল আমাদের ব্যাঙ্গালোর শহরের বাগালুরের বাসস্ট্যান্ড ৷ সময় গতকাল রবিবার সকাল সাড়ে ছটা ৷ ইংরাজী সিনেমায় বা হংকং এর সিনেমায় এইসব স্ট্রীট ফাইট বা রাস্তায় দুপক্ষের গুলি বিনিময় অনেক দেখা যায় ৷ কিন্তু ব্যাঙ্গালোরের জনতার এইসব দেখার সুযোগ (নাকি কুযোগ বলব?) বড় একটা হয় না ৷
এই লেখার মূল কথা হল একটা বাস্তব এককাউন্টার কোনো গোয়েন্দা কাহিনী নয় ৷ তবে সুত্র হিসাবে দু একটা কথা বলে নিই ৷ ঘটনার সুত্রপাত শুক্রবার রাত ১১:৩০ মিনিটে শহরের একটা পানশালায় ৷ পানশালা বন্ধ হবার পর মেয়েদের বাড়ী পৌঁছে দেবার জন্য একটা গাড়ী থাকে ৷ মেয়েরা সেই গাড়ী করে কিছুদুর যেতেই একদল দুষ্কৃতি তাদের অপহরণ করে এবং মোটা টাকা মুক্তিপণ দাবী করে ৷ পরে পুলিস মোবাইল সুত্র ধরে আবিষ্কার করে যে এই অপরাধের মূল হোতা কর্নাটকের অপরাধ জগতের অন্যতম খলনায়ক নসরুর ভাই ওয়াসিম ৷ সে খুন, ধর্ষণ, ডাকাতি অপহরণ এবং মূলত এসবের অনেক স্থানীয় মামলার পলাতক অপরাধী ৷ স্থানীয় মিডিয়ার মতে এরা হল "সেক্স ম্যানিয়াক পারভার্ট" ৷ কর্নটকে মুসলমান জনতা মুল জনসংখ্যার ১৫% এর কম হলেও অপরাধ জগতে তাদেরই একছত্র অধিকার ৷ এরপর তাদের অবস্থান জেনে টাকা দেবার ছলে দেখা করা হয় বাগালুর বাসস্ট্যান্ডে ৷ ওয়াসিমরা ওই জায়গা ঠিক করে ৷
পুলিস সব রাস্তা সিল করে যাতে ওয়াসিমরা পালাতে না পারে ৷ বার তাদের গাড়ীর কাছে গিয়ে আত্মসমার্পন করতে বলা হয় ৷ কিন্তু অপরাধীরা তার বদলে আগ্নেয়াস্ত্র ও তরোয়াল নিয়ে সাদা পোষাকের পুলিসের দিকে তেড়ে আসে ৷ অনেক প্রত্যক্ষদর্শীর মতে এই তরোয়ালটা দেখেই স্থানীয় লোকজন ভাবে এখানে বোধহয় সিনেমার সুটিং চলছে ৷ কারন আজকাল তো অপরাধীরা খুব একটা পুরানো আমলের পার্সিয়ান সোর্ড ব্যাবহার করে না ৷ সবাই খুব উৎসাহে এগিয়ে আসে ৷ পুলিসও প্রত্যুত্তর দেয় গুলিতে ৷ ইতিমধ্যে জনতা দেখে কোনো ক্যামেরা বা ক্যামেরা ম্যান কেউ নেই ৷ আবার গুলিতে জখম অপরাধীরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কাফেরদের গালাগালি দিচ্ছে ৷ এরপর সব লোক হাওয়া ৷ পলিস অন্য একটা গাড়ী থেকে মেয়েদের উদ্ধার করে ৷
সুত্র আজকের ব্যাঙ্গালোর মিরর ও ডেকান হরল্ড
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭