অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত । কেউ ছুরি , কাচি কেউবা পিপার স্প্রে নিয়ে যাওয়ার আইডিয়া দিচ্ছেন । কেউ কেউ ভিডিও আপলোড করছেন ।
কেউ কি ভেবে দেখেছেন আলটিমেটলি এইসবের ভিক্টিম কারা হবে ?
বস্তুত নারীরাই ভিক্টিম হবে ।
পিপার স্প্রে মেয়েদের জন্য বৈধ করলে সেটা অটোমেটিকলি বখাটের হাতেও চলে যাবে । কিভাবে যাবে ; সেটার উত্তর হল এসিড যেভাবে বখাটেদের হাতে যায় । মনিটরিং এর অভাব এবং অব্যবস্থাপনাই সবচেয়ে বড় কারন ।
বখাটেদের হাতে গেলে তারা আরো পাশবিক কায়দায় মেয়েদের নির্যাতন করবে :-(
ছিনতাই- ডাকাতি বেড়ে যেতে পারে ।
নারী সন্ত্রাস, নারী ছিনতাইকারীরা রীতিমত লাইসেন্স পেয়ে যাবে :-(
প্রতিষেধক না করে প্রতিরোধ তৈরি করা আরো উত্তম ।
* বখাটেদের প্রমান সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে ।
* সমাজে একঘরে করে রাখতে হবে ।
* আইন শৃঙ্খলা বাহিনীর একটা কুইক ডায়াল নম্বর লাগবে ।
* রাজনৈতিক দল বিবেচনায় আসামিদের ছাড় দেয়ার প্রবনতা বন্ধ করতে হবে ।
* সর্বোপুরি জনসচেতনতা তৈরি করতে হবে
* প্রপার যৌন শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে ।