অযাচিত কষ্টগলো দৃরে ঠেলে দিলাম
আর কখনও আমায় ছুঁতে পারবে না,
অকারণে নিস্পেষিত করবে না আমার স্বত্বাকে
অপরাধীর মতো বেচেঁ থাকতে হবে না আর।
আমার দেহ, মন, আত্না সবই এখন পবিএ
বাঁচিয়ে দিলাম অনেকগুলো সিগারেটের প্রাণ
অবশ্য এতে মোবাইল কোম্পানির অনেক ক্ষতিই হলো
তাতে কি ওরা হয়ত অন্যভাবে পুষিয়ে নেবে-
অথবা বদলে নিবে কোম্পানির পলিস,
তা করতে হবে তাদের নিজ স্বার্থে।
কেন আমি পারিনি, স্বীয় স্বত্বাকে বদলে দিতে?
পারিনি নিজেকে নতুন করে চিনতে !
পুরো পৃথিবীটাই আমার কাছে এখন নতুন-
তবে হ্যাঁ, শুধু একজন ছাড়া !
আমি চাইনা সে বদলে যাক...
সে আগের মতোই স্থির, রহস্যময়ী, লোভী
আর স্বার্থকে আগলেই বেঁচে থাকুক ।
আমিও তাই চাই, এতেই তার সুখ
তাঁর সুখের জন্য আমি সবকিছুই চাইতে পারি ।।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ রাত ১:৩৪