একজন পুরুষাবায়বের বিবৃতি:
ধারণা করা যায় আজ ভোর পাঁচটায় আমাদের সকলের মৃত্যু হয়েছে। অন্ধকার এমন ভাবে চেপে বসেছে আমাদের চোখে আমরা কেউ কাউকে দেখতে পর্যন্ত পারছিনা। কাছে কোথাও কোন এক শিশু চিৎকার করে ডেকে চলেছে।
-মা। মা। ও মা।
বুঝতে পারছি মানুষ মরে গিয়েও এখনো জীবিতকালীন আচরণ ভুলে যেতে পারেনি। আমি শিশুটির দিকে এগিয়ে যাই অন্ধকারে পা টিপে টিপে।
-কে কে ওখানে?
শিশুটি কেমন আঁতকে উঠে আমার পায়ের শব্দে।
-আমি তোমার বাবা।
-মা কোথায়?
-মরে গ্যাছে।
-আমরাও তো মরে গেছি তাইনা বাবা? তবে মাকে দেখতে পাচ্ছিনা কেন?-সকাল হোক দুইজন মিলে খুঁজবো তোমার মাকে। আমরা তো এখনো এখানকার পথঘাট চিনিনা। হয়ত তোমার মাও আমাদের খুঁজে বেড়াচ্ছেন।
-যদি সকাল না হয় বাবা?
আমি অন্ধকারেও চোখ সরিয়ে নেই। অন্ধকার আরো তীব্র হয়ে আসে। বেঁচে থাকলে হয়ত ছেলেটাকে মিথ্যে শান্তনা দেওয়া যেত এই বলে যে, সকাল হবেই। কিন্তু এখন আর তার প্রয়োজন হবে না। বললাম,
-সকাল না হলে আমাদের অন্ধকারে চলতে শিখতে হবে। পারবে না?
-পারবো। আমি এখন তোমাকে দেখতে পাচ্ছি বাবা।
আমি ছেলেটার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ ধরে কিন্তু কিছুই দেখতে পেলাম না। বুঝতে পারলাম অন্ধকার ক্রমশ আরো অন্ধকার হয়ে যাচ্ছে।
একজন নারীঅবায়বের বিবৃতি:
ঠিক যেমনটা ভেবে রেখেছিলাম, একটা ছোট্ট একটা রুম ঝলমলে। চোখের সামনে সমুদ্র, ডান পাশে পাহাড়, বাম পাশে তুমি। স্রষ্টা কত মহান তাইনা রিসিত? আমাদের প্রেম সত্যি ছিল তাইতো মৃত্যুর পর তোমায় পেলাম এত কাছে, সম্পূর্ণরূপে। আমার কাছে এসো। আমাকে ভালবাসো রিসিত। আমার সন্তান, আমার স্বামী, আমার সমস্ত স্মৃতি বিস্মৃত করে দাও। এসো।
একজন শিশুঅবায়বের বিবৃতি:
আমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছিনা প্রভু। আমার মা, বাবা কাউকে দেখতে পাচ্ছিনা। আমার মা কোথায় প্রভু? আমি কি আমার মাকে ডাকবো প্রভু?
-মা। মা। ও মা।
একজন স্রষ্টাঅবায়বের বিবৃতি:
ধারণা করা যায় আজ ভোর পাঁচটায় আমাদের সকলের মৃত্যু হয়েছে এবং আমি কোন পূর্বস্মৃতি মনে করতে পারছিনা।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩