somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দার্জিলিং মেইল এর যাত্রা শেষে মিরিকের পথে (দার্জিলিং এ বর্ষাযাপন - পর্ব ০৩)

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগের পর্বঃ
যাত্রা হল শুরু; রক্ষে করো গুরু (দার্জিলিং এ বর্ষাযাপন - পর্ব ০২)

ট্রেনে উঠে আমরা ছড়িয়ে ছিটিয়ে বসে গেলাম। যেহেতু আমাদের টিকেট করা আটজনের, দুজন ট্যুর ক্যান্সেল করলেও আমরা টিকেট ক্যান্সেল করতে পারি নাই; তাই ভাবলাম আরামে ছড়িয়ে ছিটিয়ে আয়েশ করে যাওয়া যাবে। কিন্তু কোথায় কি? টিটি যখন টিকেট চেকিং এ এলো; সে জানিয়ে দিলো প্যাসেঞ্জার ট্রেনে চেকইন না করলে সেই টিকেট বাতিল হয়ে যায় এবং সেই আসনটি অপেক্ষমাণ তালিকায় থাকা যাত্রীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে বন্টন করা হয়। আমি কিছুক্ষণ তার সাথে বাকবিতন্ডতা করলাম; ভদ্রলোক যথেষ্ট ধৈর্য নিয়ে আমাকে বুঝালো ব্যাপারটা। তার একটি যুক্তিতে আমি চুপ হয়ে গেলাম; সে বলল, মনে করো কোন কারনে এই ট্রেন এক্সিডেন্ট করলো (আল্লাহ্‌ না করুক) এবং এই বগির সবাই মারা গেল। তখন তোমার অনুপস্থিত দুজন প্যাসেঞ্জারের হিসেব কিন্তু আমাকেই দিতে হবে। তার এই যুক্তির সাথে ট্রেনের কামড়ায় থাকা অপেক্ষমাণ যাত্রীদের ঘোরাঘুরি দেখে মেনে নিলাম।



আর এখানেই হলো একটা বিশাল ভুল। আমাদের এই কথাবার্তা যখন চলছিল; ঠিক তখন দুটি বছর বিশ-বাইশের ছেলে এসে আমাদের পাশে দাঁড়িয়ে ছিল; আমাদের এবং টিটিকে অনুরোধ করে আমাদের ছেড়ে দেয়া সিট দুটি তারা দখল নিল। এরপরের কাহিনী আর কি? সারারাত তাদের দল বেঁধে তাস খেলা আর হৈহুল্লোড়ে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, সবকিছু গুছিয়ে যখন ভাবছিলাম ঘুমাবো, চোখ বুজে ছিলাম, হঠাৎ কারো হাতের ঝাঁকুনিতে চোখ মেলে দেখি হিজড়ার দল এই চলন্ত ট্রেনে! স্বপ্ন দেখছি নাকি? যাই হোক, পুরো কামড়ার সকলে নাকি আমার গেস্ট, তাই আমাকে ৫০০ রুপী দিতে হবে! নানান বাকবিতন্ডতার পর ৫০ রুপী দিয়ে বিদায় করতে হয়েছিল তাদের। হিজড়াদের এই উৎপাত আসলেই অসহ্য। ঢাকা শহরের বাসে উঠে এদের আগ্রাসী আচরণ মেনে নেয়া যায় না। মানবিকতার দোহাই দিয়ে হয়তো তারা কিছু সাহায্য চাইতে পারে, কিন্তু তাদের আচরণ দেখে মনে হয় এটা তাদের অধিকার। আর সবচাইতে বিশ্রী ব্যাপার হল, এরা গায়ে হাত দিয়ে কথা বলবে…

এসি কামরার টিকেট না মেলায়, আমাদের দলের একমাত্র দম্পতি, পঞ্চাশের এপাশ ওপাশের স্বামী-স্ত্রী; উনাদের খুব কষ্ট করতে হয়েছিল। বেচারারা সারারাত বসে কাটিয়ে দিয়েছিলেন। সেদিন এর তাপমাত্রাও একটু বেশী ছিল, কেমন একটা ভ্যাপসা গরম। আমি ভারতে ট্রেন জার্নিতে থ্রিটিয়ার কম্পার্টমেন্টে যে পাশে জানালার ধারে উপর নীচ মিলে দুজন থাকার জায়গা, সেখানটার উপরের অংশ বেছে নেই। এই যাত্রায় আমি পড়লাম আরো বিপাকে। ভ্যাপসা গরমে সারারাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। তবে আমাদের ঐ দম্পতি যুগলের মত নির্ঘুম রাত কাটাই নাই। দীর্ঘ জার্নির ক্লান্তিতে এক সময় ঘুমিয়ে পড়ি। সকালের আলো ফোঁটার পরপরই হকারদের হাঁকডাক এ ঘুম ভেঙ্গে গেল, ঘড়িতে সময় দেখে নিলাম, সকাল সাড়ে ছয়টার একটু বেশী বাজে। কোনমতে একটু ফ্রেশ হয়ে এসে ফের উপরে উঠে গেলাম, কানে হেডফোন গুঁজে দিয়ে অপেক্ষায় রইলাম, চাওয়ালাদের, এককাপ চা হলে মন্দ হতো না।



ট্রেন এর শিডিউল সময় অনুযায়ী সকাল আটটার মধ্যে নিউ জলপাইগুড়ি ষ্টেশন পৌঁছে যাওয়ার কথা। তাই পরিকল্পনা ছিল, ট্রেন থেকে নেমে নাস্তা করার। কিছুক্ষণ পর আবার আরেকদল হিজড়া এসে উপস্থিত! হায় খোদা, এই ট্যুরে কি যন্ত্রনার শেষ হবে না? এবারে হিজড়ার দলকে বললাম, গতকাল রাতেই তো টাকা দিলাম তোমাদেরই লোককে। “ঐটা দিছো কলকাতার ওদের, আমরা শিলিগুড়ির। জলদি টাকা দাও…”!!! কোনমতে বিশ রুপী দিয়ে এদের বিদায় করলাম। ঝাড়ি দিয়ে বললাম, সকাল সকাল মেজাজ খারাপ করবে না, প্লিজ যা দিলাম নিয়ে বিদায় হও। স্বভাবসুলভভাবে অকথ্য গালাগালি করতে করতে দলটি এগিয়ে গেল।



আটটা নাগাদ আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি ষ্টেশন এ। যে প্লাটফর্ম এ এসে ট্রেনটি ভিড়েছিল, সেখান থেকে মূল গেইট দিয়ে বের হতে পোহাতে হল হ্যাপা। একটা ফুটওভার ব্রীজ ডিঙ্গিয়ে অপর পাশের প্ল্যাটফর্ম এ পৌঁছে বের হলাম মূল গেইট দিয়ে; আমার সেই হাতল ছেড়া ব্যাগখানি পিঠে না ঝুলাতে পেরে মাথায় করে কুলিদের মত হাঁটা দিলাম। আমার দলের সবাই আমাকে ক্ষেপাতে লাগলো, ‘এই কুলি, এই…’ বলে। যার ব্যাথা সেই বুঝে। আসলে ট্যুর এ বের হলে নিজের ব্যাগ এবং অন্যান্য সকল জিনিষপত্র নিজেরই সামলানো উচিত। কেরালা ভ্রমণে মুন্নারে যে হোটেল এ ছিলাম, তা ছিল পাহাড়ের ঢালে; মূল রাস্তা হতে নীচের দিকে আরও পাঁচতলা আর উপরে আরও দুই তলা। তো আমাদের রুম ছিল সেবার নীচের দিকে তৃতীয় তলায়। চেক আউটের দিন, আমার ট্রলি লাগেজটি হোটেলের বয় উপরে আনার সময় সাইডে থাকা কাপড়ের একটা হাতল ধরে নিয়ে আসছিলো; কিভাবে কি করেছলো খোদাই মালুম; সেটা ছিড়ে লাগেজ সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নীচের ফ্লোরে। লাগেজের পুরোই দফারফা করে দিয়েছিলো।



থাক আমার ব্যাগের গল্প, আমরা রেল ষ্টেশন থেকে বের হতে দেখি আমার এজেন্ট গাড়ী নিয়ে হাজির; সাথে ফুল, আমাদের বরণ করে নেয়ার জন্য। কিন্তু তা ফুলের তোড়া নয়, গাঁদা ফুলের মালা!!! আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। যাই হোক, এই সাত সকালে সে শুধু ড্রাইভার দিয়ে গাড়ী পাঠিয়ে দিলেও পারতো; নিজের ঘুম নষ্ট করে ফুল নিয়ে এসে আমাদের বরণ করে নিচ্ছে… তাকে খুশী করতে সবাই গাঁদা ফুলের মালা পড়ে তার সাথে গাড়ীর সামনে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবিও তুলে নিলাম। এবার টাটা সুমো গাড়ীর উপরে ব্যাগপত্তর উঠিয়ে বাঁধা হলে পরে আমরা গাড়ীতে চেপে নিউ জলপাইগুড়ি রেল ষ্টেশন চত্বর ত্যাগ করে শিলিগুড়ির পথ ধরে কিছুদূর এগিয়ে গিয়ে একটা রেস্টুরেন্ট এ সকালের নাস্তা সেরে নিলাম।



এরপর গাড়ী চলতে লাগলো মিরিক এর পথে। অনেকটা সময় পরে সমতলের পথে ছেড়ে ধীরে ধীরে পাহাড়ি পথের শুরু হলে ঠান্ডা বাতাস আমাদের দেহমন ছুঁয়ে যাচ্ছিলো। দীর্ঘ ত্রিশ ঘন্টার যাত্রা শেষে ক্লান্ত শরীরে যেন সেই হিমেল হাওয়া জাদুর ছোঁয়া দিয়ে যাচ্ছিল; আবেশে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। চললাম আমাদের প্রথম গন্তব্য মিরিক এর উদ্দেশ্যে।



ভ্রমণকালঃ জুলাই ২০১৬

এই ভ্রমণ সিরিজের আগের পর্বগুলোঃ
উদ্ভট যাত্রার আগের গল্প (দার্জিলিং এ বর্ষাযাপন - পর্ব ০১)
যাত্রা হল শুরু; রক্ষে করো গুরু (দার্জিলিং এ বর্ষাযাপন - পর্ব ০২)

এক পোস্টে ভারত ভ্রমণের সকল পোস্টঃ বোকা মানুষের ভারত ভ্রমণ এর গল্পকথা

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩০
৪৪০ বার পঠিত
৮টি মন্তব্য ৮টি উত্তর

১. ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০২

শায়মা বলেছেন: দার্জিলিং এর রাস্তা তো মন জুড়ালো।

২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: রাস্তা তো সবে শুরু হলো আপু, রাস্তা আরও অনেক বাকী রয়েছে।

কমেন্টটা লিখতে গিয়ে আইয়ুব বাচ্চুর, "বহুদূর যেতে হবে, পথের অনেক রয়েছে বাকী" গানটার কথা মনে পড়ে গেল। কমেন্ট করেই শুনে নেই।

ভালো থাকা হোক সবসময়।

২. ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গল্প জমে উঠেছে। সাথেই আছি।

২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: হা হা হা ভালই বলেছেন। দেখা যাক কাহিনী কতটুকু জমে। ধন্যবাদ জলদস্যু ভাই।

৩. ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

নীল-দর্পণ বলেছেন: নিচ থেকে ৩নং ছবিটা দেখে মন কেমন করল! ভ্রমন ব্লগ সমসময় ই ভালো লাগে।

২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫১

লেখক বলেছেন: আসলে বর্ষায় পাহাড়ে ভ্রমণ কিছুটা ঝুঁকি আর প্যারাময় হলেও তার রূপ অপূর্ব; যার সাক্ষী আপনার উল্লেখিত ছবিটা।

পাঠ এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

৪. ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

কালাচাঁদ আজিজ বলেছেন:
ভ্রমণ আমার খুবই পছন্দের।
আপনার লেখার বর্ননা বেশ ভাল।

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আজিজ ভাই। বোকা মানুষের ব্লগ্র স্বাগতম।

৫. ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা হিজড়াদের বিড়ম্বনায় পড়তে হলে ওদেশে গিয়েও।

বর্ণনা ঝকঝকে একেবারে ছবির মত।

রাস্তা দেখে মন জুড়ালো।

দারুন পোস্টে+++++

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।

৬. ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: এবছর যাওয়ার ইচ্ছা আছে।

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: দেখি, আপনি দার্জিলিং বেড়াতে যাওয়ার আগেই একটা "কম খরচে ঘোরাঘুরি" সিরিজে দার্জিলিং নিয়ে লেখা যায় কি না।

৭. ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১৭

মনিরা সুলতানা বলেছেন: ভাই আপনেরে বাস্যা কিছু বলে না :|

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: না বাই, বাস্যা কিছু বলে না; বলতে বলতে "থাক গায়ি"... টাইপ অবস্থা আরকি। /:)

৮. ২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

মেহরাব রনি বলেছেন: এতো স্লো লিখে আমাদের মানসিক অত্যাচার না করলেও পারতেন।
ব্যাগের জন্য সমবেদনা। কিস্তির অপেক্ষায় থাকলাম।

ভালও টুর মেট এর অভাবে কত কত প্লান বাস্তব রুপ দিতে পারছি না।

২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৯

লেখক বলেছেন: আহারে ভ্রাতা, কি আর করবেন। এক কাজ করেন, আগের বোকা মানুষের ভারত ভ্রমণের গল্পকথা সিরিজ এর লেখাগুলো পড়ে ফেলেন। এই ফাঁকে কয়েক পর্ব এখানে পোস্ট করার সময়ও পেয়ে যাবো।

অনেক ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাস্টিসের পক্ষে আছি, মবের পক্ষে নই!

লিখেছেন জটিল ভাই, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৭

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

ব্লগে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি চিরকাল বিদেশি শক্তির ক্রীড়নক হয়েই থাকবে? আপনার কি মনে হয়?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৭

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তবে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় কোনো দেশই পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, বিশেষত যখন দেশটি ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে। দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শবে বরাতের দিন গুলো সব বদলে যাচ্ছে....

লিখেছেন অপু তানভীর, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

যখন ছোট ছিলাম তখন শবে ই বরাত এলে আমাদের বাসায় বাসায় একটা উৎসবের মত অবস্থা হত। ঈদের আগের উৎসব এই দিন দিয়েই শুরু হত তখন । যতই ধর্মীয় গাম্ভীর্যের ভাব... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা.....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৭


হিসাবে দায়িত্ব পালন করছে এমন মন্তব্য করেছেন কলকাতার সাংবাদিক ও লন্ডন ভিত্তিক একটিভিস্ট অর্ক ভাদুড়ী। ফাইনালি কলিকাতার একজন দাদা বিষয়টি বুঝতে পেরেছেন। যে হারে কলিকাতার ফাটাকেস্ট শুভেন্দু ইউনূস সরকারের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দলের দোষ বনাম ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম লস ।

লিখেছেন এ আর ১৫, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫০



আমরা খুব দু:খের সাথে দেখছি , ম্যাচিউর ব্যক্তিদের চিন্তা ভাবনার লেবেল নাবালক বা ১৮/২০ বয়সের স্থরে অবস্থান করা নিয়ে । যারা নিজেদের শুধু রাজনৈতিক দলের দোষ চর্চার... ...বাকিটুকু পড়ুন

×