চারদিকে এখন নাম বদলানো নিয়ে তুমুল হৈ চৈ। দুনিয়ার সব যায়গায় নিজেদের নাম খোদাই করতে হবে। দুনিয়ার সব যায়গায় না পারলেও অন্তত দেশের ভিতরে তো সম্ভব। শুনছি এইসব নাম বদলাইতে নাকি অনেক খরচ হয়। তার চাইতে তারা নিজেদের নাম গরু খাসি দিয়া আকিকা কইরা বদলায়া ফালাইলেই পারে। যেমন ধরা যাক বুড়িগঙ্গার নাম বদলায়া অমুকের নামে করতে হবে। বুড়িগঙ্গার নাম বদলায়া "অমুক" করার চেয়ে "অমুক" এর নাম বদলায়া বুড়িগঙ্গা করা হোক। ব্যাপারতো একই থাকল।
নামকরনের সহজ পদ্ধতি। (হালকার উপর ঝাপসা পোস্ট)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৯টি মন্তব্য ১৮টি উত্তর


আলোচিত ব্লগ
=এক ঝাঁক শূন্যতা=
আপনজনেরা অপেক্ষার প্রহর গুনে
কার্ডিয়াক হাসপাতালের চেয়ারে বসে,
সব থেকেও যেন কী নেই
এক ঝাঁক শূন্যতা বুকে মানুষগুলো কী উদাস।
কেউ বা সিসিইউতে, কেউ আইসিইউয়ে
হাতে গাঁথা সেলাইনের মালা,
সাদা চাদর গায়ে শুয়ে অপেক্ষায় অনন্ত... ...বাকিটুকু পড়ুন
চৈত্র সংক্রান্তি থেকে পহেলা বৈশাখ বহমান আনন্দধারা।
চৈত্র মাসের বাতাসে যে সুগন্ধা হওয়ার দোলন সে ব্যাপারটার প্রশান্তি অনন্য! মাঝ দুপুরের তপ্ততা, নুয়ে আসা বিকেলে আচমকা দুরন্ত দুষ্ট ঝড়, অথবা সন্ধ্যার আজানের ঘরে ফেরার ব্যস্ত ধ্বনি।... ...বাকিটুকু পড়ুন
গাজা, ওসামা, পাকিস্তান, নাজি : বাংলাদেশে মাল্টিভার্স পতাকা বিপ্লব !
গত একসপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় বয়ে গেছে। কিন্তু এই প্রতিবাদের মিছিলে এমন সব পতাকা, সিম্বল ও ছবি হাতে প্রতিবাদীরা মিছিল করেছে... ...বাকিটুকু পড়ুন
ছায়ার মুখ
ষড়ঋপু: হিংসা পর্ব
খুলনার আকাশে তখন সন্ধ্যার ছায়া নামে। রূপসা নদীর তীরে বসে থাকা আর্য অনিরুদ্ধের চোখে এক অদ্ভুত ধরণির হাহাকার। সে স্থির, অথচ ভিতরে উথালপাথাল এক দ্বন্দ্বের... ...বাকিটুকু পড়ুন