
গ্র্যান্ড থেফট অটো:সান এন্ড্রিয়াস এর নায়ক কার্ল সি জে জনসন। অনৈতিক কর্মকান্ড, মাতলামো আর হত্যার মিশন নিয়ে সে এগিয়ে চলে। তার জন্য রয়েছে অস্ত্র, গাড়ি আর গ্যাং বাহিনী।
মায়ের মৃত্যুর পর লস সান্টোসে ফিরে তার আসার মধ্য দিয়ে এই গেইমের সূচনা। ভাই’র গ্রেপ্তার আর কারাবরণ, বাল্যকালের বন্ধু বিগ স্মোক ও রাইডারের সাথে প্রতারণা, ধ্বংসযজ্ঞ, মাদক নিয়ন্ত্রনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত হয় চরিত্রটি।

জিমে তার শারীরিক কসরৎ, শপিং, চুল আর ট্যাটুর ব্যবহারে চরিত্রটির আবেদন ফুটে ওঠে।
গ্র্যান্ড থেফট অটো সিরিজের পূর্বের নায়ক চরিত্রগুলো থেকে ভিন্ন মনে করা হয় সি জে চরিত্রটিকে। ক্লাউড কিংবা টমি ভারসেট্টি যেখানে হৃদয়হীন আর খুন করার পর অনুশোচনাহীন সেখানে সি জে তুলনামূলক কম ভয়ংকর। অনেক সময় শত্রুকে সে মুক্তিপণের মাধ্যম বাঁচার সুযোগ দেয়।
