"এক যে ছিল রাজা............."
হ্যাঁ, আগেকার দিনে রুপকথার গল্পগুলো সাধারণত এভাবেই শুরু হত!
সৌভাগ্যবানদের অনেকেই যৌথ পরিবার ও ঘুম-পাড়ানী গল্প শোনার জন্য নানী-দাদীদেরও পেয়েছেন।
তারা নাতি-নাতনীদের ঘুম পাড়ানোর জন্য রাজা-রানীর গল্প শুরু করতেন, তবে নাতি-নাতনীরা ঘুমানো অব্দি তা চলত। পরদিন আবার সেখান থেকে শুরু হত। সেই গল্প চলত দিনের পর দিন, এমনকি মাস পেরিয়ে বছরের পর বছর। এভাবে গল্প চলতেই থাকত, তা যেন আর শেষ হয়না। হয়ত কারো কারো গল্প কখনোই শেষ হত না..............
যৌথ পরিবার, নানী-দাদী এগুলোই যেন এখন রুপকথার গল্প হয়ে গেছে!
ডিজিটাল যুগ!
সবাই সাংঘাতিক রকমের ব্যস্ত, কারোই যেন এক মুহুর্ত সময় নেই! বিরাট আকারের লম্বা গল্প পড়ার বা শোনার সময়, ধৈর্য্য করোই নেই। তাই রুপকথার সেই গল্প এখন আর শোনা যায় না। সেই স্থান দখল করে নিয়েছে- আধুনিক গল্প, ছোট গল্প, অনুগল্প!
হয়ত এরপর পরমানু গল্প আসবে! কিংবা আসতেই হবে!!
তাই আগভাগেই একটা আস্ত রুপকথার পরমানু গল্প বলে নিজেকে ধন্য করে রাখার এই প্রচেষ্টা।
তো, চলেন গল্পটা শুনিয়ে ধন্য হই............
এক যে ছিল রাজা, তাহার ছিল এক রাজপুত্র।
রাজপুত্র একদা পাশের রাজ্যের রাজকন্যার রুপে মুগ্ধ হইয়া তাহাকে বিবাহের প্রস্তাব পাঠাইল, কিন্তু রাজকন্যা তাহা সবিনয়ে প্রত্যাখান করিল।
ব্যাথিত, শোকার্ত রাজপুত্র তাই রাজকার্যে পূর্ণ মনোনিবেশ করিল।
অত:পর...................?
অত:পর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল।।
এই গল্প হয়ত বহুবার শুনেছেন, আবারো শুনলেন!!
ছবি-গুগল।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯