১
এক হাজার বছরের কিছু বেশি
আরো এক হাজার বছর পর, আজ
সবগুলো তারা জ্বলেছে আকাশে।
নিশ্বাসে অক্সিজেনের ঘাটতি নেই, প্রাণপুরে আসে
শীতল বাতাসে।
অবগুণ্ঠন মুক্ত হলো চাঁদ,
কলঙ্কিত দেহ, পূত পবিত্র তার হাঁসি।
২
আজ দ্বীপ শিখা জ্বালিয়ে।
ভরাবেগ হৃদয়ের আঁধার স্বপন, হয়ে
পাখি ডানা মেলেছি।
প্রেমহীন শ্রাবণে কদমের বনে
বিরহ এঁকেছি ।
আকাশের পটে আঙ্গুলে আঙ্গুলে
তব নাম লিখেছি ।
যদিও চেয়েছিলে রামধনু মুছে দিতে!
৩
একশত আটটা নীলপদ্ম খুঁজে পাইনি,
পেয়েছি অবজ্ঞা, প্রেয়সীর কাছে।
নীলনদ মিসিসিপি আমাজন সিন্ধুর তীর
আরো খুঁজেছি তূর পাহাড়ের আনাচেকানাচে ।
তাজিডং-বিজয়, শুভ্র হিমালয়।
৪
সমস্ত রাতের ক্লান্তি শেষে নিশাচরী
ফিরেছি বাস্তুতে।
ঝঞ্চামেঘ ও বিদ্যুৎে
সাহারার ধুলিঝড়েও টলিনি, সে আমি
ক্লান্ত আজ শতাব্দীর পর শতাব্দী হেঁটে!
ছবি: মাইক্রোসফট বিং।
(২৬ মে ২০১৮)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২