আজ কুয়াশায় ঢাকা নীল সিন্ধু ।
ফোঁটায় ফোঁটায় ঝরে শিশির বিন্দু।
এমনি ভোরের আলোয় নির্মল ।
তব সাথে দেখা হল বন্ধু।
দেখো বনজুঁই ফুটেছে পথের ধারে...।
লজ্জাবতী লতায় জানো কি জ্বালা ?
গেঁথেছি দেখোনা কত না শত
বনজুঁই আর কলমি ফুলের মালা।
তুমি কি জানো ,...
সোনালু ফুলের বিরহের কারণ?
যদি দেখা মিলে কখনো সকাল।
কেন সে ফুল মাড়াতে বারণ
কেন সে ফুল ঝরেছে অকাল?
দেখো,
দিঘীতে দেখা যায় আকাশের ছবি
আছে কিছু আরো ধূসর মেঘ।
গগন কিনারায় ঊষার অরুণ
দিঘীজলে ছেড়েছে কতো না আবেগ।
ষোড়শী শশী ডুবেনি এখনো
এখনো দেখো তার ভরা যৌবন ।
ঊষার আকাশে দুটি তারা যেন ।
দখল করেছে পুবের গগন।
বনলতা ঝুঁকেছে পথের ধারে
আনমনে কানে কি কথা কয়।
সেকথা শুনিয়া আকুল পরাণ
সুদূর পানে চাহিয়া রয়।
এসো বন্ধু, এসো হেটে যাই
সজীব ঘাসে যেথা জমেছে শিশির।
ঝিঁঝিঁ পোকার যদি দেখা পাই
গহন কুঞ্জে এখনো তিমির ।
প্রতিটি ধুলার প্রতিটি কণায়
মিশে আছে শত সহস্র ছোঁয়া ।
তুমিও হেটেছো এপথ ধরে
এপথেই তাই এতটা মায়া।
এপথে আছে দোয়েলের বাসা
অসীম পুলকে দিয়ে যায় শিস ।
এচোখে দেখো কতো না পিপাসা
আনমনে পিয়ে যাই সুখের বিষ।
(April 2020)