পরিক্ষার রেজাল্টই জীবনের সব কিছু না...
এর বাইরেও অনেক কিছু আছে। পৃথিবীটা অনেক বড়...
এবং পৃথিবীটাকে কে কতটুকু চিনেছে সেটাই মুখ্য বিষয়।
কেউ ফাস্ট ক্লাস পাওয়া মানে সে মানুষ হিসেবে ফাস্ট ক্লাস নয়...
মনুষ্যত্বের সার্টিফিকেট টা বিদ্যালয় গুলি দিতে পারে না। তারা কেবল পুথি-গত বিদ্যার সার্টিফিকেট দেয়।
আর সেটা কোন মানুষের যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারেনা ।
তার যোগ্যতা এটাই যে...তার মাঝে নৈতিকতা আর সামাজিকতা কতটুকু আছে।
জ্ঞান দিচ্ছি না। এডিসনের ভাষায় বললাম শুধু।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০১