নিশীথ রজনী তবু জেগে আছে আঁখি
তুমিহীনা আজ আমি রাত জাগা পাখি
এমনি কত রাত হাতে রেখে হাত
রজনী ফুরিয়ে গেছে হয়ে গেছে প্রাত
কেমনে কাটে বল দীর্ঘ এ রজনী
তুমিহীনা বড় শূন্য এ ধরণী
জেগে জেগে হায় খুঁজি যে তোমায়
যদি খুঁজে পাই ঐ রাতের তারায়
খুঁজিতে খুঁজিতে হেথায় রজনী ফুরিয়ে যায়
চাঁদটাও হেসে যেন ফিরে ফিরে চায়
তারাদের ভিড়ে তুমি লুকিয়ে একা
মরণের পরে যেন পাইগো দেখা।
২৬.১১.২০১৬
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩