বেলা নাহি আর
আঁখি মাঝে আজ সোনালী প্রভাত
হাসিতেছে চাঁদ পূর্ণিমা রাত
হাজারো সাধ মনেতে আমার
সকলই আঁধার বেলা নাহি আর।
আকাশে মেঘেরা করছে যে খেলা
অসময়ে তাই পড়ছে যে বেলা
বিধাতার দান করেছি যে ম্লান
সবই অম্লান বিদায়ের গান।
স্মৃতিগুলো আজ করছে যে ভীর
বিঁধছে বুকে সুখমাখা তীর
যত ব্যথা মোর সইছি যে আজ
অজানা শঙ্কায় কি হবে যে কাল।
২৯.১০.২০১৬ বাকিটুকু পড়ুন