হে উৎকৃষ্ট মানব, তুমি কি জানো?
যখনই তুমি আমার দৃষ্টিগোচর হও
আমার পা দু’টি অবস হয়ে আসে
অবস হয়ে আসে আমার প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ
ধীরে ধীরে কাঁপতে থাকে
কম্পিত হতে থাকে বেঞ্চের খুঁটিগুলো
আমি আর বসে থাকতে পারি না
আমি দাঁড়িয়ে যাই, বলি গুরু তোমায় সালাম।
তুমি কি জানো? আজ শুধু তোমার জন্মদিন নয়
তোমার প্রতিটা রক্তকণিকার সাথে বেড়ে উঠেছে অসংখ্য কবিতা
তোমার সাথে সাথে জন্ম নিয়েছে অসংখ্য কবি
তুমি তাদের হাতে তুলে দিয়েছ কলম
জন্ম নিয়েছে কবির কলম।
যে কলম রক্তাক্ত মায়ের কথা বলবে
সাহসী ভাইয়ের কথা বলবে
জন্ম দিবে হাজারো মায়ের সন্তান
যে সন্তান বার বার রক্তাক্ত হতে দেবে না মায়ের কোমল বুক
খুলে দেবে যত হায়েনার মুখোশ
রুখবে সাপের ছোবল, তুলে নেবে বিষদাঁত।
বাংলার আকাশে আবার উদিত হবে মেঘহীন সূর্য
জানান দিবে স্বর্ণোজ্জ্বল সকাল
গাছে গাছে পাখিরা গেয়ে উঠবে নিত্যদিন
গুরু শুভ জন্মদিন!
০৮/০৬/২০১৩।
(কবির কলম সংগঠনের সভাপতি কবি হুমায়ূন কবির সোহেলের জন্মদিনে উৎসর্গকৃত কবিতা)