৯০-এর দশকের কথা। সেই যুগে এখনকার মত ঘরে ঘরে ডিশের কানেকশন ছিল না। উপরের ছবির মত অ্যান্টেনা দিয়ে শুধু বিটিভি আর ভারতের ডিডি ন্যাশনাল (সেই সময়ের ডিডি ওয়ান) চ্যানেল ধরতো। সন্ধ্যার পরে দেখা যেত ডিডি বাংলা (সেই সময়ের ডিডি সেভেন)। ঝড়-বৃষ্টিতে অ্যান্টেনা একটু নড়াচড়া হলেই টিভির ছবি ঝিরঝির করতো। ছাদে গিয়ে অ্যান্টেনা ঘুরানো লাগতো।
‘ঠিক হইছে?’
নিচে থেকে উত্তর, ‘না হয় নাই! যেইদিকে ঘুরাইতেছো সেইদিকেই ঘুরাও’
‘হইছে?’
‘আসতেছে, আরেকটু আরেকটু.....’
‘এইবার?’
‘বেশি ঘুইরা গেছে, উল্টা দিকে সামান্য ঘুরাও’
‘ঠিক আছে?’
‘ক্লিয়ার ক্লিয়ার! নাইমা আসো।’
আহ! কি দিনই না ছিলো! অ্যান্টেনা ঘুরিয়ে ছবি ক্লিয়ার আনতে পারলে নিজেকে বিরাট টেকনিশিয়ান মনে হতো!

মতিঝিলের ঘরোয়া হোটেল থেকে একটু সামনে গেলে পেট্রোল পাম্পের পাশের দোকানে পাওয়া যেত সেই বিখ্যাত ব্রিটানিয়া টিভি অ্যান্টেনা। সেই দোকানটি এখনো আছে। দেয়ালে লেখা বিজ্ঞাপন "দূরদর্শনের ছবি ঝকঝকে ও পরিষ্কার দেখতে আসল ব্রিটানিয়া টিভি অ্যান্টেনা ব্যবহার করুন"।
এখনো কি এরকম অ্যান্টেনা দিয়ে দূরদর্শনের অনুষ্ঠান দেখা যায়?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫