তবে থাকে সে কথা না হয় না বলা ,
অনেক সেই না বলা কথার মতো
অনেক সেই না পাওয়ার আক্ষেপের মতো।
তবুও হটাৎ হটাৎ মোড় ঘুড়ি পিছুটানে
কোথাও কি রয়েছে কিছু একান্তই না বলা !
থাকে যদি কিছু একান্তই আপন ,
থাক তবে তা আঁধারের জোৎস্না হয়ে।
অমাবস্যায় না হয় খুঁজবো চাঁদ,
অনন্ত অধরা হয়েই রবে সে জোৎস্না ,
অবাক ছুঁয়ে যাবে সে আপন অনুভূতি।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০০