তীব্রতর নিঃসঙ্গতার অলক্ষে-
লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে,
গুটিয়ে নিয়েছি প্রাপ্তির স্পর্শ-
যা ছিল একান্তই আমার।
জীবনের রন্ধ্রে রন্ধ্রে মিছে মায়া বন্ধনে,
তবু জড়াইনি আমি এই আমাকে।
সম্পূর্ণ পৃথক অস্তিত্বেও স্পর্শ করেছি
অতলের অনবদ্য সঙ্গোপন স্পর্শ।
প্রাপ্তির খাতায় সিন্ধু-সম শূন্যতা,
তবুও মুক্তি দিয়েছি ঐকান্তিক তীব্রতর ভালোলাগা।
শূন্য বালুচরের এক অনাহুত চোরাবালিতে ,
ধীরে ধীরে হয়েছি অন্তলীন
অজান্তেই আটকে গেছি ,মোহাচ্ছন্ন হয়েছি বারবার।
এই জোয়ার ভাটার সমুদ্র তটে
রয়েছে এক অমোঘ নিয়তি সন্নিকটে।
নিয়তির কাছে তাই নত আমি -
অনন্ত-নিঃসঙ্গ পথের নিরুদ্দেশ যাত্রী।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬