ইন্ডিয়া-পাকিস্তানের আজকের খেলায় আপনি যাকেই সাপোর্ট করবেন আপনার মছিবত আছে। ভাদা, পাদা কিছু একটা খেতাব দিয়ে দিবে এক শ্রেণীর দেশপ্রেমিক।

তাদের মতে বাঙ্গালী হিসেবে একমাত্র বাংলাদেশ দলকেই সাপোর্ট করা যাবে। নাইল্লে পাকিস্তান পাডায় দিমু বেজন্মা, যা ভারতের অন্ধকোষ চোষ। এইগুলা অত্যন্ত ভদ্র কথা?!

আজব লাগে বাংলাদেশের কাজ কারবার দেখে। রেকর্ড করেন, কিন্তু পাকিস্তানকে বিষ লাগিয়ে তাদের জাতীয় পতাকার রেকর্ড ভাঙ্গার দরকার কি ছিল? পাকিস্তান ২০১২ তে হংকং এর মানব পতাকার রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড করে। এরপর ২০১৩ তে সেই রেকর্ড ভাঙ্গে বাংলাদেশ। এরপর পাকিস্তান ২০১৪ তে এসে আবারও সেটা ভেঙ্গে দিল।

কি লাভটা হল? বেহুদা দেশপ্রেমের নামে চোদনামি না করে আসেন আগে দেশী চোরগুলা ধরি, সব রাজাকার ধরে কলঙ্কমুক্ত হই, অন্য দেশের কাছে বিক্রি না হয়ে ফিন্যানসিয়ালি দেশকে আগানোর ব্যবস্থা করি, ইন্টারনালি পোনমারামারি বন্ধ করে ইন্টারন্যাশনালি দেশের ইমেজটা পজিটিভ করি।
কুত্তার সাথে আরেকটা কুত্তাই লাগায়, মানুষ কুত্তার সাথে লাগাইতে গেলে সেটা অত্যন্ত বিজারে আর উইয়ার্ড লাগে।

আমি ছোটকাল থেকে অস্ট্রেলিয়া আর পাকিস্তান দলকে ক্রিকেটের দিক থেকে ভাল লাগত। তখন বাংলাদেশ দল ১১৫ রান করত অথবা বড়জোর ১৬০ রান করত।



ধীরে ধীরে অনেক পাবলিক সাপোর্ট(প্যাদানি আর ভালবাসা) এবং প্লেয়ারদের পরিশ্রমের কারণে বাংলাদেশ টিম আজ এই পজিশনে এসে দাঁড়িয়েছে।


আর যখন প্যাদায় তখন অনেকটা নিজেকে ছোট বানিয়েই প্যাদায়। Sarcastically প্যাদায়।


আমি ক্রিকেট ভাল পারি না, এজন্য আমি জাতীয় দলে নাই, কোনো দলেই নাই। কিন্তু বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা বাংলাদেশের ১৪ কোটি মানুষের চেয়ে ভাল খেলতে পারে বলেই তারা জাতীয় দলে আছে। তারা হারবে কি জন্য? এরকম প্যাদানি আসলেই দেয়া জরুরী।

আজগুবি থিউরি তুলছি না, সেদিন শ্রীলঙ্কার সাথে সাকিবের ম্যাচে আমার প্রথম থেকেই মনে হয়েছিল সাকিবের মানষিক স্তুতি ঠিক নাই।

সাকিব পর্নস্টারের লুক দিয়ে নুনুর গোড়ায় ধরে একটা কৌণিক হাসি দিয়েছিল।


