পৃথিবীটা নাকি ক্রমশই ছোট হয়?
জ্যোৎস্নারাও নাকি দিন দিন বোধ হারায়?
কোন সুসময় চাবুকের আঘাতে-
অসময় বদলে দিতে পারলেই কি শান্তি পেতে?
প্রশ্ন করেছি নিজেকে জ্যোৎস্নার সমাধির পথে!
এখানে কোন সুখ নেই,মহা অসুখের আশ্রম মনে হয়!!
শ্বাস বন্ধ করে কেন থাকো মন?সময় এসেছে,
শ্বাস-প্রশ্বাসের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে!
ইস্রাফিল বিধাতা হলে কবেই সব ধুলোয় মিলিয়ে দিত!
বিধাতাই বিধাতা তাই কুকুরকে শ্রেষ্ঠ করেনি এখনও।
এখানে কোন প্রেম নেই,নাট্যকার বেড়েছে বেশ!!
বিধাতাও নাকি আজকাল ধনীদের দলে?
ওদের পোষা কুকুরও নাকি সকালে স্যান্ডুইচ খায়?
কি সৌভাগ্য,কি সৌভাগ্য কুকুর হলেও হত!
এখানে কোন মানুষ নেই,মুখোশে ঢেকেছে সব!!
আজ তো শেষ,সন্ধ্যা হয়ে এলো,কি চাইব?
প্রিয় বিধাতা,
আগামীকাল একটু কম নির্দয় হয়ে বসতিতে এসো!
দেখে যেও,পানি পচা ভাতে কত সুখে মানুষ হাসে।
তুমিও না হয় মুঠোখানেক খেয়ে আনন্দে ভেসো!
এখানে প্রতিদানের নিয়ম চলে,আবেগের দাম নেই।
তুমি করুনাময়,সর্বেশ্বর,পৃথিবীর একমাত্র অধিপতি,
সেই তুমি কেন বিনিময় প্রথা মান? বলবেনা জানি।
“প্রার্থনা দাও বিনিময়ে অনুগ্রহ নাও”তোমারই নীতি!
তোমারই যদি দয়া করতে কারণ লাগে বিধি!
ওদের কি দোষ যদি ভীক্ষা না দিয়া তাড়ায় নিরবধি!
এখানে বিনিময় প্রথা চলে,মানুষ থাকেনা!!
উৎসর্গ-মহা হৃদয়বান বিধাতাকে।পারলে একটু কম নির্দয় হও!!