ছবিঃগুগল
দেখেছো! তার শরতের বিদায়ী আগমন,
থরথর কাপিয়ে শীতল করে সারাক্ষণ
ছড়িয়ে চারিপাশে কুয়াশার আবরণ
শান্তি পেতে সকলের তাই উষ্ণতার প্রয়োজন।
এ শহরেও শীত আসে সময়ের আবর্তনে
শীত এখানে ঢাকা পরেছে উঁচুনিচুর ব্যবধানে।
উঁচুরা সব উষ্ণতা পেয়েছে উন্নত ভূষণে
শীত এলে তাই বের হয়ে পরে,দূর ভ্রমণে।
শহুরে শীতটি বড়ই একগুয়ে
নিচুদের কষ্টগুলো দেয় যে বাড়িয়ে
সারা রাত ঘুমাতে হয় শরীর কাপিয়ে
দেয়না কেউ উষ্ণতার পরশ বাড়িয়ে।
ফুতপাথ অথবা বড় কোন গাছ তলায়
একটি কম্বল গায়ে জরিয়ে নামহীন ঠিকানায়
টপটপ ঝরা কোন গাছের শিশির ফোটায়
ভেবেছো কি কখনো! কিভাবে তারা ঘুমায়?
জানো,আমারও খুব ইচ্ছে করে কোন এক দিন!
ঘুমাবো তাদের বেশে হয়ে দীনহীন।
ছেড়ে সব খাট কম্বল,উষ্ণতার ছোয়া
ঘুমায় কিভাবে, করবো পরখ তাদের জীবনটা।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৬