জানো, মেঘে গর্জে আজো বৃষ্টি হয়
সেই বৃষ্টিতে আজ ভিজতে ভিষণ ভয়,
ইট পাথরের অট্টালিকার ভিরে
বৃষ্টি যে আজ শুধু ভয় দেখিয়ে ফেরে।
কখনো অফিস পথে, কখনোবা ফিরতে বাসায়
বৃষ্টি যে আমায় যাচ্ছে ভিজিয়ে,কষ্টের যে নাই সীমা নাই।
জানো, আজ যদি বৃষ্টি আসে, পড়ন্ত বিকেল কিংবা অবেলায়
তাকানোর সময় টুকু নেই বসে জানলায় কিংবা বারান্দায়,
নেই সেই অনুভূতি আগের মত প্রবল
বৃষ্টির মাঝে দৌড়ে বেড়ানো কিংবা খেলা ফুটবল।
এই শহরে এখনো বৃষ্টি হয়, সাথে জাগিয়ে ভয়
মহামারী কালে সর্দি,কাশি কি জানি কি হয়!
হারিয়ে যাওয়া দিন গুলো আজো, খুজে ফিরি যা স্মৃতির জানালায়
দেহটা যদিও শুষ্কতায় পরে রয়,মনটা ভিজে আতীতের কল্পনায় ।
আজ বৃষ্টি এলে জাগেনা তাড়া, হয়ে কোথাও ঘরহারা
হেথায় সেথায় ভিজতে ছুটে, হয়ে বাধন হারা!
আজো বৃষ্টিতে ভাবছি বসে দক্ষিনের জানালায়
আমার সব কিছুর বিনিময়ে হলেও, সেই দিন গুলো ফিরে চাই।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩১