দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে তাল মিলিয়ে বেড়েছে আমাদের দেশের ঘুষবাজার।
এক সময় যে কাজ ১ লাখ দিয়ে হত আজ সেটা ১০ লাখে পৌঁছেছে।খুব কমই বাংলাদেশী পাওয়া যাবে যে কিনা জীবনে ঘুষ দেয়নি বা দিতে হয়নি।
সরকারি থেকে বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান এই ঘুষ বানিজ্যের সাথে সরাসরি যুক্ত সততার মাথা খেয়ে আজ সবাই এই অমৃত খাদ্যের প্রতি ঝুঁকছে।
উপরে দেয়া ছবিতে তাকালে প্রতীয়মান হয় আমরা কত বর্বর এক জাতি।
আমার ব্যাক্তিগত জীবনেও ৩ বার ঘুষ দিতে হয়েছিলো যার দুইবার ছিলো বড় পরিমানে (কোন চাকুরীর জন্য নয়)
৩য় বার যখন ঘুষ দিলাম সেটা মিষ্টি খাবার জন্য পুলিশ এস আই নিয়ে গেলো।
আমার মত অনেক সহব্লগারদেরও একই অভিজ্ঞতা থাকার কথা। মন্তব্যের মাধ্যমে জানতে পারব আশা করি।
যত দিন না এই দেশের সরকার,প্রশাসন সচেতন হবে ততদিন এইটা বন্ধ হবে বলে মনে হয়না
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০১