চৌত্রিশে জুলাই পেরিয়ে গেলো
তবুও থামেনি ফ্যাসির ক্যালেন্ডার
রক্তর্ণবে প্লাবিত লাশের বীজতলায় আমি এখনো আতঙ্কে হাঁটি
নগ্ন লাশের বাম্পার ফলনে ফুলে-ফেঁপে উঠে মাটি।
এ মাটির চেয়েও পবিত্র আজ এ মিছিলের লাশ!
এ লাশের ওজন অনেক বেশি ভারী
এতো মর্যাদার ভার সইবার মতো কিছুই নেই এখানে
যেখানে ওদের আমি রাখতে পারি
বলো! বলো তাহলে এত লাশ আজ আমি কোথায় রাখি!
যত আছে ঐ পাহাড় পর্বত মাটি নদী খাল
যত আছে ঐ রক্তিম আকাশ আর লোহিত সাগরের লাল
রক্ত উপত্যকায় ডুবে গেছে সব
এ রক্তস্নাত জুলাই, আমি কি করে থামাই!
বল এত রক্তের দাগ আমি কি দিয়ে ঢাকি!
আহারে রক্ত ! এত রক্ত আজ আমি কোথায় রাখি?
কী অবিশ্বাস্য এক সাহসী যুবকের নাম আবু সাঈদ!
পাহাড় কেঁপে উঠে তার সাহস দেখে
লাল বৃষ্টি ঝরে পড়ে বুকের মানচিত্র ফেটে
ভাই-হারা বোনের আর্তনাদে, কি করে বলো আমি শান্ত থাকি?
আহারে কান্না! এত কান্না আজ আমি কোথায় লুকিয়ে রাখি!
ওই স্নাইপার বুলেট, যতটুকু ছেদ করেছে বুক
তার চেয়ে বেশি ছেদ করেছে এক নিদারুণ শোক
যারা চালিয়েছে গুলি, তারা যে আমারই আপন লোক।
হৃদয়ের ছোপছোপ দাগ বল কি দিয়ে ঢাকি!
এত শোক! এত শোক আজ আমি কোথায় রাখি!
এ মাটির চেয়েও পবিত্র এ মিছিলের লাশ!
এ লাশের মর্যাদা অনেক বেশি ভারী
পতাকা ছাড়া আজ আর কিছুই নেই এখানে
যেখানে ওদের আমি রাখতে পারি।
এই শোকার্ত জুলাই আমি তাই পতাকা দিয়ে ঢাকি।
শুধু পাতাকা দিয়েই ঢাকি।
বলো! এত লাশ আজ আমি কোথায় রাখি!
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:২৪