আমার লিখা একটি সফল সনেট (অক্ষরবৃত্ত ৮+৬=১৪)
কখকখ : কখকখ :: গঘঘগ : ঙঙ
দেহাতে রবির দ্যুতি স্মিত মাতৃ নীড়ে
পুষ্পকলি মেতে উঠে ভ্রমর স্মরণে
সোনা রোদে গায় মাঝি ফসলের ভীড়ে
সতেজ দীপ্ত নভের শীতল চরণে।
নৈকষ্য নাড়ীর টানে সাদা বক উড়ে
বিবরণ কড়া নাড়ে হৃদয় তোরণে
মৃদু বায়ু দোলা দেয় শুভ্রতার ক্রোড়ে
প্রশান্ত অটবি হাসে সবুজ প্রাঙ্গণে।
ভুবন বিজয়িনী মা নাড়ী তার পল্লী
দেখে তারে পারিনা রে রইতে যে ম্লান
এতো মায়া আলো ছায়া কে করেছে দান?
মায়ের আঁচলে ঘেরা তার যত বল্লি।
কত কবি তার প্রেমে মজে দিবানিশি
তার কোলে মরে পায় সুখ রাশি রাশি।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ দুপুর ১:১১