অনাথের মুখে দাও অন্ন
পথশিশুর মাথায় দাও হাত বুলিয়ে,
মানুষের কাতারে ওদের করে নাও গন্য
নয়তো রাজনরা রুটি চুরি করবেই
ছিনতাই অবিরত চলবেই।
ক্ষুদার্তের নাড়ী বুঝেনা ধর্ম
দাও তাকে খাদ্য নয় দাও কর্ম
ওদেরকে খেতে যদি নাহি তুমি দিবে
ওদেরকে যদি মানুষ নাহি ভাবা হবে
তবে মানবের আচরন কেন চাইবে?
ভাত দাও !
নয়তো রাজনরা রুটি চুরি করবেই
ছিনতাই অবিরত চলবেই।
ধনিকের লাথি যদি খেতেই হবে,
রাস্তার লেনে যদি ঘুমোতে হবে,
কুকুরের খাবার যদি ছিনিয়ে খাবে,
বস্ত্রহীন উলঙ্গ যদি থাকতে হবে,
মানবের আচরন তবে কেন চাইবে?
ভাত দাও !
নয়তো ছিনতাই অবিরত চলবেই
রাজনরা রুটি ছুটি করবেই।
শিক্ষার আলো যদি গুপ্ত রবে,
ডাক্তার একা যদি মার্কস লাগাবে,
ফুটাপাত বস্তি যদি জ্বালিয়ে দেবে
মানবের আচরন তবে কেন চাইবে?
বাঁচতে দাও, সু-শিক্ষা দাও,
নয়তো রাজনরা রুটি চুরি করবেই
ছিনতাই অবিরত চলবেই।
মানবের আচরন নেই নিতে মানা,
মৌলিক অধিকার দাও ষোল আনা,
অন্যথায় তুমি রয়ে যাবে উন্মাদের ভীড়ে
যাও যাও চলে যাও পাগলা গারদে
ভাত দাও!
নয়তো রাজনরা রুটি চুরি করবেই,
ছিনতাই অবিরত চলবেই।
ক্ষুদার্তের মুখে দাও অন্ন,
অনাথের মাথায় দাও হাত বুলিয়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪০