কিছু কিছু ভুল অনেক কিছু শিখিয়ে যায়,
কিছু কিছু ভুল অনেক কিছু বুঝিয়ে যায়,
কিছু কিছু ভুল না চেয়েও ঘটে যায়,
আবার, কিছু কিছু ভুল করে যেতেই ইছে করে।
কিছু কিছু ভুলের ক্ষমা আছে,
কিন্তু কিছু কিছু ভুল আবার রয়ে যায় ক্ষমার অযোগ্য হয়ে।।
কিছু কিছু ভুল কারও মনে হাসি ফোটায়,
আবার কিছু কিছু ভুল করে দেয় তার চোখ ছলছল।
এই ভুল আর তুমি কেন ঘনিষ্ঠভাবে জড়িত??
চেয়েছিলাম আমি এবারও লিখতে তোমাকে ছেড়ে,
এসেই বসলে সেই লেখার মাঝে!
ভুলটা হয়ে গিয়েছে বটে,
যাব ছেড়ে অনেক দূরে,
তাও কি রবে তুমি আমার প্রতিটি লাইনে??
দিন বয়ে যায়,
রাতও বয়ে যেতে থাকে,
জীবনও চলতে থাকে, ,
কেন আটকে থাকি একটি বস্তুকেই ঘিরে??
স্বপ্নের দুনিয়াতেই খেলা করে,
কল্পনার জগতেই থাকতে চায় এই মন,
হয়ত বাস্তব অনেকটা কঠিন বলে,
নির্মম বলে,
তাই হয়ত স্বপনতেই থাকতে ভালবাসে এই মন!
এই স্বপ্নের দুনিয়াটাও কেন জানি বেশ আজব!
ওখানেও বিফল দৌরাচ্ছি,
বাস্তবেও বিফল দৌরাচ্ছি,
কিন্তু স্বপনটা কিছুটা হলেও স্বস্তির,
কেননা সেখানে ব্যার্থরা পায় মাঝে মাঝে সফলতা,
কিন্তু সেই জয়ের সাধও নেবার আগে,
পাখির ডাকে,
সূর্যের আলোয়,
ভেঙে মিশে যায় মনের এক কোনায়,
আর সেই ভাঙা প্রতিটা টুকরোর হাহাকারে মনে পড়ে খরার দাগ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ সকাল ১০:১৮