(বিঃ দ্রঃ- লাইনের সিকুয়েন্সের মিল নাও থাকতে পারে )
কিছু কিছু হাসি থাকে নিছক আনন্দ দেবার,
কিছু কিছু হাসি থাকে নিছক খুশি লাগার,
আবার,কিছু কিছু হাসি থাকে মনটাই কেড়ে নেবার ।
কিছু কিছু হাসি থাকে সারাদিনের ক্লান্তি কাটিয়ে নেবার,
কিছু কিছু হাসি থাকে সকল গ্লানি ভুলিয়ে দেবার,
আবার কিছু কিছু হাসি থাকে নষ্টামির।
কি ভাবসিলে হ্যাপিস এন্ডইংস!!!!
হাসিগুলা কি তোমাকে কেন্দ্র করে ছিল???
আমাদের সবারই জীবনে একটা শুন্যতা রয়েই যায়।
যতসব ফিক্টিশাস জল্পনা কল্পনার মধ্যে দিয়েই থাকি আর আছি ,
কারন কঠিন বাস্তবতা গ্রহন করার মত ক্ষমতা হয়নি এই মনের,
তাই, এই মন কে কোনোভাবে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়।
তাইতো যখনি সেই হাসি উইটনেস করি,
হার্ট বিটের ধ্বনি এত তাই বেড়ে যায় যে,
এ যেন অনুমান করা যাবে বর্ডারের দ্বারপ্রান্তে দাড়িয়ে থেকে।
কিন্তু কতক্ষণ আর এই মনকে বোকা বানিয়ে রাখা যায়,
এক সময়ে তো টের পেয়েই যায় আর,
অবশেষে সে হাসি হয়ে ওঠে বেদনার কারন।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫