উত্সর্গঃ পৃথিবী থেকে সেচ্ছা বিদায় নেয়া কিছু বোকা মানুষদের
আকাশ জোড়া সপ্ন টাকে মেঘের ফাকে রেখে,
কোন সে আবেগ লুকাও তুমি মেকী ছায়ায় ঢেকে ।
কোন সে সুখের আবেশ পেতে চাইছো যেতে ছুটে ?
কিসের ভুলে নিচ্ছ মোদের সুখের বাগান লুটে ?
কোন তারাটা বললো তোমায় ওথায় অনেক সুখ,
কোন ধারনায় বুঝলে জীবন আনন্দ সবটুক ?
জীবন মানে সুখের দুখের নিত্য ভাগাভাগি,
কখন ভালো কখন আবার খারাপ লাগালাগি ।
এই ধরাতে আমরা তো কেউ একলা পথিক নই
মনের কথা বলেই দেখো শুনবো অবশ্যই ।
সবাই মিলে বিশ্বটাকে করবো রঙিন ফের,
নিজের গড়া বৃত্ত থেকে ঠিকই হবো বের ।
বুকের খাঁচায় সপ্নটুকু বাচিয়ে রাখার আশে,
দুঃখ নামের পাহাড়টাকে সরিয়ে রাখো পাশে ।
জীবন তোমার সত্য তবু দায়টা ঠিকই রয়,
পৃথিবীটায় আসা যেন অর্থবহ হয় ।
জীবনটা নয় ইচ্ছে মতো গল্প লেখার খাতা,
ইচ্ছে হলেই সবুজ হলাম নাহয় ঝরাপাতা ।
চোখটা খোলো তাকিয়ে দেখো হাতছানি দেয় কে,
সফেদ আলোয় নাও চিনে নাও নিজেই নিজেকে ।