গল্প: ভাবের বেলুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জনাকীর্ণ একটি ওয়ার্ড। ওয়ার্ডের বিছানায়, মেঝেতে, করিডোরে, বারান্দায় শুধু রোগী আর রোগী। তার ওপর আবার একেকজন রোগীর সহিত আবার কয়েকজন করিয়া দর্শনার্থী ভিড় করিয়াছেন। অনেকে নীরবে কেহ কেহ অত্যন্ত সরবে তাহাদের সমবেদনা তদুপরি শোক সাধনা করিয়া চলিয়াছেন। সম্ভবত ‘মাছের বাজার’ শব্দটাকে ‘মেডিকেলের ওয়ার্ড’ দিয়া প্রতিস্থাপনের সময়... বাকিটুকু পড়ুন