পাহাড় ধস ও ঢলে ৬
সেনা সদস্যসহ ৫৫ জনের
প্রাণহানি
ঢাকা, ১৫ জুন
(শীর্ষ নিউজ
ডেস্ক):
কক্সবাজার ও
বান্দরবানে পাহাড় ধস ও
পাহাড়ি ঢলে ৬
সেনা সদস্যসহ ৫৫ জনের
প্রাণহানির ঘটনা ঘটেছে।
এর মধ্যে কক্সবাজারে ৫০
জন ও বান্দরবানে ৫ জন
প্রাণ
হারিয়েছে বলে স্থানীয়
প্রশাসন নিশ্চিত করেছে। এ
ঘটনায় দুই জেলায় জনজীবন
বিপর্যস্ত হয়ে পড়েছে।
এখনো পানিবন্দি রয়েছে ৫
লাখেরও বেশি মানুষ। শত শত
ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
যোগাযোগ
ব্যবস্থা বিঘ্নিত
হচ্ছে ব্যাপকভাবে। এ
ঘটনায়
প্রাণহানি বাড়তে পারে।
সেনাবাহিনী , পুলিশ,
স্থানীয় প্রশাসন ও
স্থানীয় লোকজন দিনভর
উদ্ধার তৎপরতা চালিয়েছে।
উদ্ধার তৎপরতা এখনও
অব্যাহত রয়েছে।
আমাদের কক্সবাজার
প্রতিনিধি জানান ,
কক্সবাজার সদর উপজেলায় ৬
সেনা সদস্যসহ টেকনাফ ,
উখিয়া, রামুতে ৫০ জন
প্রাণ হারিয়েছেন। পাহাড়
ধসে টেকনাফ ও
উখিয়া উপজেলার একই
পরিবারের ৫ জন করে দুই
পরিবারের প্রাণ
হারিয়েছে ১০ জন। নিখোঁজ
হওয়া ৬ সেনা সদস্যের লাশ
উদ্ধার করা হয়েছে। পুরান
পল্লান পাড়ায় ৩ পরিবারের
৯ জন প্রাণ হারিয়েছে।
প্রবল বর্ষণের সময়
কক্সবাজার সমুদ্র সৈকত
ঘেষে নির্মাণাধীন
কক্সবাজার -টেকনাফ মেরিন
ড্রাইভ রোডের রামু
উপজেলার হিমছড়ি এলাকায়
সেনাবাহিনীর ১৭ ইসিবির
ব্যারাকের উপর পাহাড়
ধসে পড়ে। এতে ৬
সেনা সদস্য নিহত হন।
সোমবার সকাল
৬টা থেকে মঙ্গলবার
৯টা পর্যন্ত টানা প্রবল
বর্ষণে এ ভয়াবহ পাহাড়
ধসের ঘটনা ঘটেছে। ২৭
ঘণ্টায়
বৃষ্টি হয়েছে ২৫৪
মিলিমিটার। শুধু
মঙ্গলবার সকাল
৬টা থেকে ৯টা পর্যন্ত
মাত্র ৩ ঘণ্টায় ১২২
মিলিমিটার বৃষ্টিপাত
হয়েছে বলে কক্সবাজার
আবহাওয়া অফিস জানিয়েছে।
প্রশাসন জানায়,
সরাসরি পাহাড়
চাপা পড়ে সবার মৃত্যু
হয়নি। দূরের পাহাড় ধসের
মাটি ঘর -বাড়ি চাপা দেয়।
এতে মারা যান অনেকে।
এখনো অনেকে মাটি চাপা পড়ে আছেন।
তাদের উদ্ধারের
চেষ্টা চলছে।
কক্সবাজারের
জেলা প্রশাসক মো. গিয়াস
উদ্দিন আহমেদ, জেলা পুলিশ
সুপারসহ প্রশাসনের
ঊর্ধ্বতন
কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত
এলাকা পরির্দশন করেছেন।
তারা ক্ষতিগ্রস্তদের
আর্থিক সাহায্য দেয়ার
আশ্বাস দেন। নাইক্ষংছড়ির
তন্ত্র ও উখিয়া এলাকার
ক্ষতিগ্রস্ত পরিবারের
মধ্যে খাবার বিতরণ
করছে সেনাবাহিনী।
এদিকে ব্যাপক
বৃষ্টিপাতের
কারণে উখিয়া ও টেকনাফের
বিভিন্ন জায়গায় সড়কের উপর
দিয়ে পানি প্রবাহিত হচ্ছে
। উখিয়ার কুতুপালং এলাকায়
একটি কালভার্ট
ভেঙ্গে যাওয়ায়
কক্সবাজার -টেকনাফ
সড়কে যানবাহন চলাচল
বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রবল বর্ষণে কয়েকশ
ঘরবাড়ি বিধবস্ত হয়েছে।
বিস্তীর্ণ এলাকা পানির
নিচে ডুবে রয়েছে। উখিয়া-
টেকনাফের জনজীবন
বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেলায় ৫ লক্ষাধিক মানুষ
এখনো পানিবন্দি।
আমাদের বান্দরবান
প্রতিনিধি জানান , পাহাড়
ধস ও
পাহাড়ি ঢলে বান্দরবানে ৫
জন প্রাণ হারিয়েছেন। এ
ঘটনায় এলাকার
জনজীবনে বিপর্যয়
নেমে এসেছে।