মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধমর্ীয় সমাবেশ পবিত্র হজ আজ সোমবার। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এবার সারা বিশ্ব থেকে 25 লাখেরও বেশি মুসলমান পবিত্র মক্কা নগরীতে সমবেত হয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায়ী ভাষণের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাত ময়দান আজ প্রকম্পিত হয়ে উঠবে এহরাম পরা নানা বর্ণ, ভাষা ও দেশের মুসলমানের 'লাব্বায়েক আললাহুম্মা লাব্বায়েক' ধ্বনিতে।
গতকাল রোববার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতি বছর হিজরি সনের জিলহজ মাসের 8 থেকে 13 তারিখ পর্যন্ত সৌদি আরবে হজ পালিত হয়। ইংরেজি বর্ষ অনুযায়ী এবার তা 9 জানুয়ারি শুরু হয়ে 13 জানুয়ারি শেষ হবে।
হজ্বব্রত পালন করার উদ্দেশ্যে মক্কায় আসা অনেক মুসলমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমরা হাজীদের মৃতু্যর ঘটনায় গভীরভাবে বেদনাহত। আমরা নিহত হাজীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের জীবিত আপনজনদের জন্য সমবেদনা প্রকাশ করতে চাই।
অনাকাঙ্খিত এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। আল্লাহ সকল হাজীকে নিরাপদে হজ্বব্রত পালন করার তৌফিক দান করুন । আমিন !