somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিডনি রোগ থেকে বাঁচতে সকল প্রকার এনার্জি ড্রিংক পরিহার করুন এখনি।যারা এনার্জি ড্রিংকের প্রচার করে তাদেরকে রুখে দাড়ান।

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনে আমি চাইলেই কিডনি রোগ থেকে নিজেদের বাচিয়ে রাখতে পারি।তারজন্য প্রয়োজন সচেতনতা আর সতর্কতা।আর প্রয়োজন নিজেদের ইচ্ছাশক্তিকে কাজে লাগানো।

২০/২২ থেকে ৩০ এর মধ্যে যেসব ভাই বেরাদরেরা আছেন তারা বিভিন্ন উৎসব পার্টিতে অথবা আড্ডায় একটা তরল পদার্থ পান করে থাকেন।আজকাল মফস্বলের ভাই বেরাদরেরাও কম যায়না এই তরল পদার্থ পানে!
জ্বী না আমি মদের কথা বলতেছিনা।
আমি বলতেছি এনার্জি ড্রিংকের কথা।
কিছুক্ষন হয়ত মাথা্টা ক্লিয়ার হইয়া যায় এইসব এনার্জি ড্রিংকে।কিন্তু এর পরবর্তি প্রতিক্রিয়াটা কিন্তু সহজেই আপনের লাইফকে বিপদে ফেলে দিতে পারে।
আমাদের দেশিয় এনার্জি ড্রিংক অথবা বিদেশি যাই বলেন না কেন সবগুলাই ক্ষতিকর।
রেডবুলে আপনের কোন ক্ষতি করবেনা তেমন না।রেডবুল আরো বেশি মাত্রায় ক্ষতি করবে।
তাছাড়া রেডবুলে নাকি ষাড়ের ঐ জিনিষ ও মেশানো হয়...কি ভয়ংকর ব্যাপার স্যাপার!
ভাবতেই তো ঘৃনা লাগে।সেসব পান করতে কি আপনের একটু ও ঘৃনা লাগবেনা??
এইসব এনার্জি ড্রিংক দীর্ঘদিন পান করলে আপনের কিডনি যেকোন সময় অকেজো হয়ে পরবে যা আপনি টের ও পাবেন না।আর সাময়িক আনন্দে এই এনার্জি ড্রিংক পান করাতে যদি আপনের শরীরের সবচেয়ে মূল্যবান দুটি অংগ হারাতে চান তাহলে আপনাকে ঠেকানের সাধ্যি কারো নাই।
তাছাড়া আপনের ব্লাডপ্রেশার বাড়াতে সাহায্য করবে এই এনার্জি ড্রিংক।
এছারাও পাওয়ার হর্স সহ বিভিন্ন ধরনের ড্রিংক্স পাওয়া যায় গ্রামে গঞ্জে...
সেসবে হাত ও লাগাবেন না...পরিচিতজনদের ও সাবধান করবেন এসব থেকে দূরে থাকতে।
এ গেল সতর্কতা।
কিন্তু এ থেকে আমি আর আপনে অথবা আমাদের পরিচিতজনকে কিভাবে বাঁচাবো???
উপায় নাই আসলে।যদি নিজেদের মনকে শক্ত হাতে দমন করতে না পারি তাহলে এ থেকে বাঁচার আসলেই কোন উপায় নাই।
কিভাবে???
মানুষ অল্প কিছু পয়সার জন্য ১০ জনকে মেরে ফেলতেও দ্বিধা করেনা।এরকম রেকর্ড সেই আম্রিকা আবিষ্কারের সময় থেকেই আমরা জেনে আসছি।এই ধারা নিশ্চয় সেদিন থেকেই শুরু হয়নাই।তার ও বহু আগে থেকেই নিশ্চয় চলতেছে?
মানুষ মানুষকে মেরে ফেলার এই প্রক্রিয়ায় শুধু খারাপ মানুষেরাই জড়িত তেমন ভাববেন না।আমাদের চোখে অনেক ভালো মানুষ ও এইসবের সাথে জড়িত।যারা নিজেদের ইমেজ ব্যাবহার করে আমাদের তিলে তিলে মারার প্রক্রিয়ায় অংশগ্রহন করতেছে।
তো তাদেরকে আমরা পুজা করি কেন?
তারা কি সেইসব ডাকাতদের থেকে কোন অংশে কম ক্ষতি করতেছে আমাদের?
আমরা এত অন্ধ কিভাবে হই???
ব্যাক্তিগতভাবে আমি এদের ঘৃনা করতে শুরু করেছি অনেক আগে থেকেই।
জেমস আইয়ুব বাচ্চু আমার কিশোর বেলার অনেক প্রিয় শিল্পী।কিন্তু এরা নিশ্চয় মানুষকে তিলে তিলে মারার কন্ট্রাক্ট নিতে পারেনা শুধু কিছু কাচা টাকার লোভে।
এতটুকু দায়িত্ববোধ যদি এদের মধ্যে না থাকে তাহলে এদের পুজো করার কোন মানেই থাকতে পারেনা।
এরা আমার চোখে ঘৃনার পাত্র।
আপনেরা কি চোখে দেখবেন সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম।
তারপরে ধরেন নাম্বার ওয়ান শাকিব খান।
ব্লগে তার প্রচারে প্রসারে আমি কোন কমতি করিনাই।ফেসবুকেও তার পক্ষে যুক্তি তর্ক চালিয়েছি।অনেককেই তার প্রতি বিরূপ ধারনা পরিবর্তন করাতে পেরেছি।
সেই শাকিব খান সাহেব অ তার কোটি দর্শকের কথা না ভেবে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন পাওয়ার এনার্জি ড্রিংকের ব্র্যান্ড এম্বাসেডর হয়ে।বিজ্ঞাপনে অংশ নিয়ে।
কি আজব মানুষ...যারা গাটের পয়সা খরচ করে তার সিনেমা দেখে সেই তাদেরকে যেই প্রোডাক্ট ক্ষতি করবে সেই এড একজন শিল্পী কিভাবে করে আমার মাথায় ধরেনা।
দায়িত্ববোধের মা বাপ কইরা ছেড়ে দিচ্ছেন আমাদের এইসব পূজনিয় সেলিব্রিটিরা।
সর্বশেষ,বাংলাদেশে আসার সময় হুইল চেয়ারে করে আসতেছিলাম প্লেন থেকে নেমে।
এয়ারপোর্তের ভিতরেই দেখলাম আমাদের আরেক নাম্বার ওয়ান সাকিব আল হাসান ও একই কান্দে জড়িয়ে গেছেন।বিশাল এক পোষ্টারে এনার্জি ড্রিংক হাতে পোজ মেরেছেন।
সচেতনতা তৈরি করবে যারা তারাই যদি নিজেদের এভাবে বিকিয়ে দেয় তাহলে এই গরিব বাংগাল যাবে কোথায়?
গান সিনেমা বাদ দিলাম...ক্রিকেট ই তো এইদেশের আপামর জনসাধারনের ভালোবাসা।
আর সেখানে সাকিব আল হাসানের জায়গা কোথায় তাও নিশ্চয় বলে দিতে হবেনা।
আমি এদের ভক্ত।আর এরা আমাকে উস্কে দিচ্ছে বিষ কিনে খাও...তারপরে রোগ বাধাও...ভাবলেই ঘিনঘিন করে এখন আমার।
এদের দায়িত্ব শিখাবে কারা???
এদের সচেতন হতে বলবে কে?
এদের নৈতিকতা শিখাবে কে???
এদের মাথায় তুলে নাচবেন আর অশিক্ষিত বাংগাল বিদেশীদের রাস্তা সাফের ছবি তুললে রাগে গিজগিজ করবেন...নিজেদের ধিক্কার দিবেন...
লাভ কি কিছু হইবে???
জায়গামত আওয়াজ তুলেন দাদা...পাশে আছি পাশে থাকব।
ফাও জিনিষ নিয়া গ্যাজাইয়া পরিবেশ নষ্ট করে কি ফায়দা হয়?
দুইজনে কাছে আমার এই বক্তব্য পৌছানের সুযোগ আছে বলে আমি মনে করি।
দুইজন ই বর্তমানে নাম্বার ওয়ান নামে স্বীকৃত।
তাদের ফ্যান পেইজের এডমিনেরা আমার বন্ধু লিষ্টে আছেন।যারা তাদের সাথে চাইলেই দেখা করতে পারেন।চাইলেই তাদের হিরোকে এই ব্যাপারে সতর্ক করতে পারেন।বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়েই তাদের এটা করা উচিৎ।
নিশ্চয় তাদের আত্মিয় স্বজনের মধ্যেও কেউ হয়ত ডায়ালাইসিসের জীবন পার করতেছেন।কেউ হয়ত কিডনি নষ্টের কারনে মারাও গিয়েছেন।
তাদের হক নিশ্চয় এডমিন ভাইদের উপরে আছে।
আর যদি তারা এসব বুঝেও না বুঝার ভান করে পরে থাকেন,নিশ্চুপ থাকেন তাহলে আমরা আমাদের দায়িত্বে যেন অবহেলা না করি।
আমরা যেন এর প্রতিবাদ করতে না ভুলি।প্রয়োজনে তাদের বর্জনেও যেন আমরা পিছপা না হই।
বিঃদ্রঃ
সেদিন আইয়ুব বাচ্চুর সাথেও দেখা হয়েছিল এয়ারপোর্টে।আনন্দের সাথে জানাই আপনাদের তারে দেইখা আমার কোন ফিলিংস ই জাগেনাই হাই হ্যালো করার।
আমি নিজেকে অন্তত এতটুকু বদলাতে পারেছি।
আশা করছি আপনারাও পারবেন।
ভালো থাকবেন সবাই!


সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাঁটুতে ব্যথা, তাই সুঁই এ সুতা লাগানো যাচ্ছে না

লিখেছেন অপলক , ৩১ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৩৭

শুরুতেই একটা কৌতুক বলি। হাজার হলেও আজ ঈদের দিন। হেসে মনটা একটু হালকা করে নেই।

"কোন এক জায়গায় স্বামী স্ত্রী ঘুরতে বেরিয়ে বাইক এক্সিডেন্ট করে। জ্ঞান ফিরলে স্বামী নিজেকে হাত... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক!

লিখেছেন নাহল তরকারি, ৩১ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৪



ঈদ মোবারক!

ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন! এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এসেছে খুশির ঈদ। ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও একসঙ্গে থাকার মুহূর্ত। আসুন,... ...বাকিটুকু পড়ুন

উন্মাদযাত্রা

লিখেছেন মিশু মিলন, ৩১ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:২১

একটা উন্মুল ও উন্মাদ সম্প্রদায়। পৃথিবীর ইতিহাসে এমন আর দ্বিতীয়টি নেই। নিজের শিকড় থেকে বিচ্যুত হলে যা হয় আর কী, সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরপাক খায় আর নিন্মগামী হয়! এমন... ...বাকিটুকু পড়ুন

গ্লোবাল ব্রান্ডঃ ডক্টর ইউনুস....

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৯

গ্লোবাল ব্রান্ডঃ ডক্টর ইউনুস....

রাজনৈতিক নেতাদের সাথে, ক্ষমতাসীনদের সাথে তাদের কর্মী সমর্থক, অনুগতরা ছবি তুলতে, কোলাকুলি করতে, হাত মেলাতে যায় পদ-পদবী, আনুকূল্য লাভের জন্য, নিজেকে নেতার নজরে আনার জন্য। আজ... ...বাকিটুকু পড়ুন

ছবির ব্যক্তিটি কোন আমলের সুলতান ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪১



বাংলাদেশে এবার অভিনব উপায়ে ঈদ উৎসব উদযাপন করা হয়েছে। ঈদ মিছিল, ঈদ মেলা, ঈদ র‍্যালী সহ নানা রকম আয়োজনে ঈদ উৎসব পালন করেছে ঢাকাবাসী। যারা বিভিন্ন কারণে ঢাকা... ...বাকিটুকু পড়ুন

×