অনিক আহসান ভাইয়ের পোষ্টের মাধ্যমে হয়ত অনেকেই জেনে গেছেন যে আমি গত দুই বছর ধরে ক্রনিক কিডনি ডিজিজে ভুগছি।
গত মে মাসের শেষ সপ্তাহে আমি ইন্ডিয়াতে যাই।সেখানে যাওয়ার উদ্দেশ্যই ছিল ট্রান্সপ্লান্ট।সেখানে একমাস ২০ দিন ডায়ালাইসিস করার পরে আমার ট্রান্সপ্লান্টের ডেট পরে।
ডায়ালাইসিসের ফলে আমার হার্ট উইক হয়ে যাচ্ছিল দিনকে দিন.২৫ থেকে ৩৫ শতাংশে উঠানামা করত হার্টের কার্যক্ষমতা।একটু রিস্ক ছিল অপারেশনে।কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবেই সার্জারি হয়েছে।
আল্লাহর শোকর খুব ভালোভাবেই আমার সার্জারি সম্পন্ন হয়েছে।সার্জারির পরে ১০ দিন আইসিইউতে ছিলাম।প্রথম কয়েকদিন একটু কষ্ট হয়েছে।
বমি হয়েছে,পেটে গ্যাস জমে পেট ব্যাথা করেছে।কিন্তু ক্রিয়েটিনিন ঠিক ছিল।টিএলসি বেড়ে গিয়েছিল এখন সেটাও ঠিক আছে।
প্রায় একমাসের উপরে হয়ে গেল ট্রান্সপ্লান্ট হয়েছে।আরো দুইমাস রেষ্ট্রিকশনে থাকতে হবে বাসায়।বাইরের কারো সাথে দেখা করার সুযোগ নাই।বাইরের কেউ এমনকি পরিবারের সদস্যরাও আমার রুমে আসেন না।আমার বউ আসে রেগুলার আমার খেদমতের জন্য।বাচ্চা মাঝে মাঝে এসে উকি দিয়ে আমাকে দেখে যায়।কিছু কথা বলে দরজার ওপাশে দাঁড়িয়ে।
দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো সুস্থ্য করে দেন।
বউ বাচ্চার মুখে যেন সেই হাসি ফিরে আসে আবার নতুন করে।
আমার পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।আমিন!
আর হ্যা এখন আমার হার্টের অবস্থার উন্নতি হয়েছে.৪৫থেকে৫০ শতাংশ কাজ করে আমার হার্ট।
দোয়াতে ইয়াদ রাখবেন আমাকে।
১৫ মাস পরে নতুন কোন পোষ্ট দিলাম।সামুতে ফিরে আসলাম বলতেও পারেন।
শুভরাত্রি!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২