একটি মুড়ি খাওয়া টাইপের বালছাল কবিতা
আজ আমি কোথাও যাবোনা
চেতনা আজ আর বিক্রী হয়না তেমন
আমার যাওয়ার জায়গাও সংকুচিত হচ্ছে
ধীরে ধীরে
মুড়ি এখন সব জায়গায় তেমন ভালো
পাওয়া যায়না শুনলাম
মাদ্রাসায় মাদ্রাসায় এখন জঙ্গিদের
আস্তানা
আন্দোলনে নামে তারা খাবে বলে সিঙ্গারা!
সিঙ্গারা কি আজকাল মুড়ি থেকেও সস্তা?
মুড়ি এখন কোথায় পাবো?
শাহবাগের দোকানীরা এখন
আর আসেনা নিয়মিত
আমার কি আজ মুড়ি খাওয়া হবেনা?
আজ কেন সকল মুড়িওয়ালাকে
আমার জংগী মনে হচ্ছে
আচ্ছা,
তারা কি আজ শাপলা চত্ত্বরে গিয়েছিল?
গিয়েছিল?
তাহলে তারা সত্যিকার অর্থেই জঙ্গি!
আমি জঙ্গিদের মুড়ি খাইতে চাইনা
আজ আমার মুখ বাঁধা
আমি নিজেই বেধে নিয়েছি
কারন মুখ খোলা থাকলে
আমি হয়ত সেসব মুড়ি খেয়েই ফেলব.....
অটঃ পরিশেষে শাহবাগ আন্দোলনের সময় সকল ধরনের মুড়ি খাওয়া হারাম ঘোষনা করেছেন অতি চেতনাধারীরা!
অতি চেতনা যে আন্দোলনের সোগা মেরে দিয়েছে সেটার কোন খবর না থাকলেও আজ আমি মুড়ি খাওয়ার বাসনা ত্যাগ কর্লাম।