এই ব্লগে আমার হালখাতা!
পোস্ট করেছেন: ৪৫টি
মন্তব্য করেছেন: ৭১৬টি
মন্তব্য পেয়েছেন: ৭১৫টি
ব্লগ লিখেছেন: ২ বছর ২৪ মিনিট
ব্লগটি মোট ১৫৬৭৩ বার দেখা হয়েছে (আমি হিটখোর না এইটা প্রমান হইয়া গেল )
কেমনে কেমনে দুই বছর পার হইয়া গেল।এই ব্লগে লেখার ইচ্ছা ছিলনা।আর যখন লেখার ইচ্ছা করলাম তখন জনপ্রিয় ব্লগাররা সবাই হাওয়া!!!
আমার দেশী ভাই কইল অন্তত নিক একটা খুইল্যা রাখেন।কমেন্টের জন্য ও কাজে আসবে কখনো কখনো!
সেই দেশীও এখন ব্লগে নাই।অথচ উনি ইমু দিয়া মজার মজার কমেন্ট করত!মিস ইউ দেশী।
তারপরে টুকটাক মজা করতে করতেই কয়েকমাস কেটে গেল।লেখা হলোনা কিছুই।
তারপর একদিন বাংলা সিনেমার গানকে পচানের জন্যই কিছু লিখলাম।
বাংলা সিনেমা এবং গান নকলের কারখানা।একটা পেজ বানাইছিলাম।নকলের কথা তুলে ধরারজন্য!পরে ব্লগেই টুকটাক নকল নিয়ে লেখা শুরু করলাম।পেজকে শিকেয় তুলে রাখলাম।
যদিও সেটা দেশের কোন কাজে এসেছে বলে আমার মনে হয়নাই।দেশের পরিচালকেরা এসব দেখে শোধরে যাবে বলেও মনে হয়নাই আমার।
কোন রকম দেশপ্রেম থেকে আমার সেসব লেখা ছিলনা।ইচ্ছা ছিল প্রবাস জীবনে বিনোদনের মধ্যম ইউটিউবে মানুষ যেন আমাদের সিনেমা আর গানকে হেলা করতেছে দেখতে না হয়।
আমার দেখা আর না দেখায় কি আসে যায়?
আমরা এখনো নকল করতাছি....
গানের সুর এখনো চুরি করেই আমাদের বেশীরভাগ মুভির হয়ে থাকে।
শাকিব খানের মুভি দেখলে এখনো রাগ লাগে।যতটা না শাকিব খানের জন্য তারচেয়ে বেশী অপু বিশ্বাস এর জন্য।
বাংলা সিনেমার দর্শক ছিলাম।আছি।থাকব।অবশ্যই থাকব।
কারন আমি জানি আমাদের সিনেমায় আবার সুদিন ফিরে আসবেইয়তরুন যুবারা আমাদের সিনেমার হাল ধরবে খুব শীঘ্রই!
অশ্লীল মুভির পরিচালকদের আমাদের এখান থেকে তারানোর স্বপ্ন ও আমি দেখি।
সব স্বপ্ন পূরণ হয়না।তাই বলে স্বপ্ন দেখা ছেড়ে দেয়ার পক্ষেও আমি নই।
যারা অশ্লীল মুভি বানাত এখন তারা আগের থেকে সচেতন।তারা এখন ফেসবুক ও ব্যবহার করা শিখে গেছে! (সবাই যে অশিক্ষিত তা কিন্তু না,ঢাবি জাবি'র ষ্টুডেন্ট ও আছে সেই অশ্লীল মুভি নির্মাতাদের মধ্যে)
অবাক হইয়েন না। লোভে পইড়া অনেকেই ভুল করে।তারা একসে পথ ছেড়ে ভাল পথে আসতেছে।
যদিও মুভির মানে তেমন পরিবর্তন দেখা যাইতেছেনা।তবে আশা করা যায় খাইয়া তাদের হুশ হইব।
মুভির মানের দিকে তাদের নজর শীঘ্রই যাবে বলে আমার বিশ্বাস।
এইসব কথা আসলে দেশপ্রেম থিকা বাইরাইছে মনে করলে ভুল করবেন।এর মধ্যে দেশকিছু এখন পর্যন্ত আমি খুইজা পাইনাই।
আমি ব্লগে লিইখা দেশ উদ্ধার কইরা ফালামু এমন চিন্তাও কখনো করিনাই।অনেকেই আছে এরকম চিন্তাভাবনা করে এর মধ্যে কেউ আবার কাজ ও কিছু করে।
এইটা খারাপ কিছুনা।চালাইতে পারলে ভাল।তাদের নিরুৎসাহিত করার ইচ্ছা নাই আমার।
কিন্তু সবখানে তাদের পাকনামি দেখতেও ভাল্লাগেনা।ভাবের কথা শুনতেও আমি প্রস্তুত না।তো তাদের সাথে দুয়েকবার মনোমালিন্য হইতেই পারে।
ব্যাপারনা!
এক্মা'র পেটের ভাইয়ের সাথেই তো ডেইলি এইসব হয়।আর এখানে তো আমরা কেউ কারো সাথে ভাল করে পরিচিত হইয়া ই উঠিনাই!
মাইন্ড খাইয়েননা ভাইডি!
তারপর একদিন রাইসুল জুহালা কইল বাংলা সিনেমার পজেটিভ কিছু আমরা কয়জনে কেন লিখিনা?
হিট হোক আর ফ্লপ হোক কিছু মানুষকে তো আমাদের সিনেমার কথা জানানো তাতে করে।
তারপর থেকে বাংলা সিনেমার বদনাম সরাসরি করিনা।দোষ দেই ঠিকই। দোষ দেয়া আর বদনাম করা তো এক কথা না!
এর মধ্যে আমি বাবাও হলাম ০৪/০১/২০১২ তে।আমার ঘরে আমার রাজকন্যা এল।
ব্লগে পোস্ট দেয়ার ইচ্ছা ছিল।কিছুটা আদেখলামি হয়ে যাবে ভেবে আর দেইনাই।ব্লগের লোকজন ফেসবুকে বন্ধু হিসেবে আছে...তাদের সাথেই শেয়ার করেছিলাম শুধু।
ব্লগে পরিচিত কারো লেখা না থাকলে আসা হয়না।আসলেও লগিন করা হয়না।
তাই ক্যাচাল থেকে আমি মুক্ত।সিনেমার বাইরের পোষ্টেও কম যাই সাধারনত।
আর বাংলা সিনেমা নিয়ে একটু রুক্ষভাবে কথা বলার কারনে দুইয়েকজন(আসলে কয়েকজন হবে) আমার উপর রুষ্ট!ভাইডি মাইণ্ড খায়না...
গুরুজনে বলেছে মাইন্ড খাইলে শাইন করন যায়না!
আমি নায়ক শাকিবখানের সমালোচনার পক্ষে আছি।
নায়ক অনন্ত'র সমালোচনার পক্ষে আছি।
বাংলার যকোন নায়কের সমালোচনার পক্ষেই আমাকে পাবেন।
তবে ভাই সেখানে একটা কথা আছে।সমালোচনা করার আগে তাদের সম্পর্কে আপনার ভাল ধারনা থাকা জরুরি!তাদের মুভি সম্পর্কে ধারনা থাকা জরুরী!
আপনে তাদের মুভি মাসে ছয়মাসে একটা দেখেন না।অথবা জিন্দেগীতে বাংলা মুভি দেখছেন হাতে গোনা।
অথচ করবেন বাংলা মুভির সমালোচনা.....এইখানে আমি আপনার বিপক্ষে থাকব নিশ্চিত জেনে রাখেন।
আমি রেগুলার ব্লগার না।পার্টটাইম ব্লগার।
কাজকাম শেষ কৈরা আইসা সময় পাইলে ব্লগে একটু ডু মারি।সেটাও ২০০৯ থেকে।এর আগে সামুতে আসাই হইতোনা।আসলেও লিঙ্ক ধরে!
ব্লগে আইসা অনেক কিছু জানতে পারছি।দেশীপোলা ভাই"র মত লোকের দেখা পাইছি।উনারে মিস করি!
এভাবেইতো কেটে গেল দুটি বছর।বাংলা মুভি অথবা গান এর বাইরে খুব বেশী কিছু এখনো লিখা হয়ে উঠেনাই!
অথবা দুয়েকটা যা লিখছি কেউ পইড়া ও দেখেনাই!তাই আর লিখিওনা!
বাংলাদেশকে ভালোবাসি।এইটা বলারমত কিছুনা আসলে।দেশ ছাড়ার পরে এটা খুব ভালো করে বুঝতে পারছি।
কিন্তু কেউ যখন জিজ্ঞেস করে বাংলাদেশে থিতু হবি কবে তখন আমি থমকে যাই।
আমি বাংলাদেশে থিতু হওয়ার মত চিন্তায় যেতে পারিনা।অথচ আমি চাই আমার মাটিতে আমি থাকতে।মায়ের বুক চকোন সন্তান ই বেশীদিন দূরে থাকতে পারেনা।আমিও হয়ত ফিরে আসব।
জীবনের গ্যারান্টি আছে মরনের গ্যারান্টি নাই.......এইটা তো সব্দেশেই।
তবে আমার দেশকে কেন এই অহেতুক ভয় পাব?
না আমার দেশকে আমি ভয় পাইনা।
আমি আসলে নিজেকেই ভয় পাই।আমরা আসলে দিনকে দিন মানুষ থেকে পশুর দিকে চলে যাচ্ছি তো।তাই এই ভয়।
তাই নিজেকে মানুষ ভাবতে চেষ্টা করতেছি।আর আশা করতেছি আমরা সবাই ই মানুষ হয়ে যাব......আবার আমি দেশে ফিরে যাব।
এর আগে যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চাই।
চুতিয়া আমলাদের আর চুতিয়া পলিটিশিয়ানদের একটা দফারফা দেখতে চাই।
প্রিয় আর অপ্রিয় ব্লগারের যন্ত্রণা কখনো পোহাতে হয়নাই।
আমার এই দুই বছরের বল্গিয় জীবনে যারা আমার সাথি হয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
নিয়মিত কমেন্ট করে লাইক দিয়ে আমার ব্লগে হাজিরা দিয়ে আমাকে কৃতার্থ করেছেন তাদের কে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আশা করব আগামির চলার পথেও তাদেরকে আমি পাশেই পাব!
আমাদের বাংলা চলচ্চিত্রে আবারো ভাল মুভি বানানো শুরু হয়ে গিয়েছে।বেশী করে বাংলা ভাল মুভি দেখুন।আমাদের চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে জড়িত হোন!
ফেসবুকে বাংলা চলচ্চিত্র গ্রুপে যোগদানের আমন্ত্রন জানিয়ে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা নিবেন।শুভ রাত্রি!