দুটি কবিতা
১.
বদলে যাবে সব সমীকরণ
সূত্রের গায়ে নতুন সূত্র স্থাপনে
পাল্লা ভারি হবে সীমাবদ্ধতার
এখন যে সময়, অতীত আর
আগামীর যে সময়
মিলবে না হিসাব, মেলেনি, মেলেনা
কে লুকিয়ে রেখেছে তোমায়?
সত্য কথার ধাঁধায় ফেলে
ঠিকই হাতিয়ে নিচ্ছ সময়
লুকনোর প্রয়োজন, সন্দেহজনক আচরণ
তুমি ছাড়া আর কে জানে!
জানে না তোমার অনন্য পতিতাও...
হাসছ দেখি, টোল পরা কপোলে তোমার
মহাবিশ্বের রহস্য ভারি
লালচে নখে ধরে রেখেছ
আঁচড়ে আঁচড়ে তুলে আনা
শত শত বুকের শোক
হে প্রিয়, প্রিয় আমার
যেভাবেই বেঁচে থাকো,
ভুলো না তোমায়!
২.
আমার হাতে তোমার সহ আছে
কতো শত হাত, অবাক নয়ন
লোকের চোখে, মুগ্ধ হবার গানে
মন পোড়ালে, যেন মধুর প্লাবন।