তপু ও নীলার বাসর রাত লেখাটা খুব সুন্দর করে তাদের বিছানায় গাদা ফুল দিয়ে লেখা হয়েছে।তাদের বিয়েটা এরেঞ্জড, পরিবার থেকে ঠিক করা।তাই তাদের মধ্যে তেমন বোঝাপড়া নেই।কিন্তু তারা বিয়ের আগে দু মাস এর মতো সময় পেয়েছিল।দু মাস এ একবার সামনাসামনি দেখা হয়েছিল, তাও নীলার কথায়। তপু একবার ও বলে নি দেখা করার কথা।প্রায় প্রতিদিন তাদের ফোনে কথা হতো। অবশ্যই নীলা আগে ফোন দিত আর বলতো-
N- সবসময় তো আমিই আগে ফোন দেই,আপনি দেন না কেন?
T- না মানে।
N-এতো না মানে করবেন না।বিয়ের আগেই এতো অবহেলা! বিয়ের পরে কি করবেন?
T-আমার কিছু কাজ ছিল।কাজ শেষ করেই ফোন দিতাম।
N-আপনার তো সবসময় কাজ থাকে।বিয়ের আগেই এতো অবহেলা! বিয়ের পর জানি কত অবহেলা করেন।আচ্ছা রাখি আপনি আপনার কাজ করেন।
T-আচ্ছা।
N-আচ্ছা মানে? আমি তো ভেবেছিলাম, আমাকে বলবেন, আরেকটু কথা বলার জন্য!
T - ও সরি।
সাথে সাথেই ফোনটা কেটে দিল নীলা।মনে মনে খুশি ও হলো আবার অখুশি ও হলো। খুশি হলো কারন এমন বোকা একটা মানুষ পেয়ে আর অখুশি কেন হলো তা তো বুঝতেই পারতেছেন আপনারা।বিয়ের আগের দু মাসে তাদের একদিন দেখা হয়েছিল তাও নীলা বলেছিল দেখা করার জন্য।সারাটা সময় নীলা ই কথা বলে যাচ্ছিল, তপুর মুখে কোন কথা নাই।নীলা সারাটা সময় চিন্তা করেছিল এত সুন্দর কিউট একটা ছেলে কিন্তু হাবাগোবা কেন!কোন রোমান্টিজম নেই
বাসর ঘরে নীলা বসে আছে আধ ঘন্টা ধরে,তপুর কোন খবর নেই।হঠাত তপুর ভাবী তপুকে নিয়ে ঘরের ভিতর ঢুকলো আর কানে কানে কি যেন বললো।তপু লজ্জার স্বরে বললো " যাও ভাবি"।ভাবি হাসতে হাসতে ঘর থেকে চলে গেলো আর বাহির থেকে
তপু কিছুক্ষন চুপ করে থেকে হঠাত বললো " ফোন টা অন করে একটু ফেসবুকে ঢুকো।
N- ফেসবুকে! মানুষ কি মনে করবে?
T- চ্যাট অফ করে ফেলো।
নীলা অবাক হলো, এই হাবাটা বলে কি!ফেসবুকে ঢুকে দেখলো অনেক গুলো মেসেজ।বন্ধুরা বিয়ের জন্য শুভেচ্ছা দিয়েছে।তারপর পরই তপুর মেসেজ।
T- hi
N- হ্যালো।
T- স্বাগতম।
N- ধন্যবাদ।
T- ধন্যবাদ কেন?
N-এমনি
T- আমাকে তোমার হাবাগোবা মনে হয় আমি জানি।আমি গত দু মাসে তোমার সাথে অনেক দুরত্ব রেখেছি, ঠিক মতো যোগাযোগ রাখিনি, দেখা করিনি পুরাই আনরোমান্টিক। যেহেতু আজ তোমার আমার জীবনের সবচেয়ে মূল্যবান রাত তাই এ রাতকে স্বরনীয় করে রাখছি।
N-ও
T- ও মানে! আমি ভাবতেসি এই বাসর রাতের চ্যাট টা পিক বানিয়ে এলবাম এ রাখবো।কি বলো?
N-হুম।I love you
T - I love you too
N- I love you 2 মানে! আমার আগে ও কাউকে i love you বলেছো?
ঝগড়া ছাড়া বিবাহিত জীবন আর চিনি ছাড়া শরবত এক।
গল্পটা ভালো বা খারাপ মন্তব্য চাই যাতে এর চেয়ে ভালো কিছু লিখতে উৎসাহ পাবো।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০২