ইয়ারফোন কানে দিয়ে রাজার মতো হাটছি আর অনিকেত প্রান্তর গানটা শুনছি।১৬ মিনিটের গান তাই অনেকসময় ধরে হাটব আর গানটা শুনতে পারব।সেদিন টিভিতে একটা প্রতিবেদনে দেখেছিলাম রাস্তায় ইয়ারফোন কানে দিয়ে হাটার কারনে প্রতি বছর অনেকে মারা যাচ্ছে, অনেকে হাত-পা হারাচ্ছে।গানটা শুনতে শুনতে এদিক ওদিক তাকাতে দেখি একটি বাংলা সিনেমার পোষ্টার।সিনেমার নাম আইসক্রিম।আজকাল কি সব নাম যেন বাংলা সিনেমা গুলোর।পোষ্টারে দেখা যাচ্ছে একটি ছেলে হাটু -গেরে ফুল নিয়ে প্রপোজ করছে।আরেকটা ছেলে নায়িকাকে জড়িয়ে ধরে আছে।হাটু গেরে বসে থাকা ছেলেটাকেই আমার ভালো লাগছে বেশি।তাদের জায়গাটা বদলে দিলে ভালো হতো।ছবিটাও মনে হয় ভালো হবে কারন সেদিন আমার এক রুচিশীল বন্ধু ছবিটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে।তার রুচি সম্বন্ধে আমার আস্থা আছে।গানের ৫ মিনিট শেষ,সামনে কিছু মেয়ে দেখা যাচ্ছে মওসাম সিনেমার সোনাম কাপুরের মতো বই বুকে নিয়ে আসছে । কিন্তু ডিসপ্লে(চেহারা) সোনাম কাপুরের মতো না।যদি ও বেশিক্ষন শায়েদ কাপুরের মতো চেয়ে থাকতেও পারি নি।আমার মেয়ে সম্পকে একটা এলার্জি আছে তা হলো তাদের দিকে চেয়ে তাকলে চোখ দিয়ে পানি পড়ে(করুণার জন্য না কিন্তু)। তাই সেদিক থেকে চোখ ফিরিয়ে পর্ণ (লতা-পাতা) দেখা শুরু করলাম। শুনেছি সবুজ রঙ চোখের জন্য ভালো।হাটতে হাটতে এক মাটির পথে এসে পড়লাম। গান এতক্ষনে ৯ মিনিট পার হয়ে গিয়েছে।হঠাৎ পিছন থেকে কি যেন প্রচন্ড জোরে ধাক্কা লাগলো আর আমি শুয়ে পড়লাম।চোখ বুঝতেই দেখি গুরুদেব(রবীন্দ্রনাথ ঠাকুর)
উনি জিজ্ঞাসা করলেন
-কিরে কি গান শুনছিস?
ঃজি গুরুদেব অনিকেত প্রান্তর আর্টসেলের
-আমার গান কি শুনিস না নাকি?
ঃশুনি তো। শিরোনামহীন ব্যান্ড আপনার গান নিয়ে একটা এলবাম বের করেছে।
-আমার গান কি তোদের এভাবে ব্যবহার করতে দিয়েছি?
ঃনা গুরুদেব ওরা আপনার গান অনেক সুন্দর করে গেয়েছে।কিন্তু কিছু কিছু আছে যারা আপনার গানে র্যাপ ঢুকিয়ে দিয়েছে
-সেটা কি?
ঃধরুন আপনার বৃষ্টির গান
"আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানিনে জানিনে কিছুতে কেন
যে মন লাগে না"
এই কয়েক লাইন গাওয়া শেষ হওয়া মাত্র একজন বলবে
"আজ বৃষ্টি, লাগবে খিছুড়ি
সাথে ইলিশ,এক পিস বেগুনভাজা
খেতে মজা, খেতে মজা।
ঝরঝর বাদল দিন
-চুপ কর।
আমি চুপ করলাম। হঠাৎ কে যেন চিৎকার করে বলছে,অই মামা উঠো।চোখ খুলতেই দেখলাম আমি ঠেলা গাড়ির উপর।তার মানে আমি ঠেলাগাড়ির ধাক্কায় অজ্ঞান হয়েছিলাম !!!
বিঃদ্রঃ-রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা গুলোর ক্ষুদ্রাংশ আজ হিমুর বিয়ে থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১১:২৯