রাজশাহীর একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের ভাত রান্না করার চিত্র।
বিঃদ্রঃ পোস্টে মাল্টি/ছাইয়া/হিংসুক/নিন্দুক/গালিবাজ কমেন্ট করলে ডিলিট করে দেয়া হবে।
সারাদিন পুরা শহরে থেমে থেমে গুটি গুটি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাজেই বেঁচে থাকার তাগিদে যন্ত্রের মতো কাজ করছে মানুষ। বৃদ্ধ রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়ে গেসে ফজরের নামাজের পরেই। সিএনজি চালক, পাঠাও চালক, দোকানী, দিনমজুর, ব্যবসায়ী,কেউ থেমে নেই। সবাই হাড্ডি ভাঙ্গা পরিশ্রম করছে পরিবারের মুখে ২ বেলা খাবার তুলে দেয়ার জন্য। ধর্মে নাকি আছে মানুষ যখন পরিবারের জন্য রোজগারের জন্য ঘর থেকে কাজ করতে বের হয়, তখন বের হওয়ার পর থেকে বাড়ি ফেরা পর্যন্ত নাকি প্রার্থনা হিসেবে লিপিবদ্ধ হয়। হওয়াটাই যৌক্তিক। কাজ করে প্রিয় মানুষের মুখে, পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেয়ার মতো পূন্যের কাজ আর কিছু হতে পারে না।
প্রতিদিনের মতো নগরীর জিইসি মোড়ে আজও টঙ এ চা-বিড়ি খাচ্ছি। আমি নিজেও খেটে খাওয়া।পাশেই একজন হিন্দু মধ্য বয়ষ্ক ভদ্রলোক, যিনি একটি হসপিটালের ইনচার্জ।বন কলা খাচ্ছেন। স্বাভাবিক ভাবে যে কেউ যে কোন কিছুই খেতে পারেন নিজ পছন্দ মতো। কিন্তু খারাপ টা লাগলো যখন, তার আরেক সহকর্মী এসে ওনাকে বললেন, ভাই আপনি যান, বিল আমি দিচ্ছি, আমি লাঞ্চে ভাত খাবো, আপনি চাইলে আমার সাথে খেতে পারেন। মৃদু হেসে ভদ্রলোক না না আমি তো দুপুরে খাইনা বলে চলে গেলেন। এর পর সহকর্মীকে টঙ ওয়ালা জিজ্ঞেস করলেন,
ভাই ১১০০ টাকা বাকি ওনার। আজ ১২ তারিখ। আপনাদের বেতন দেয়নি?
দিসে তো। বেতন ৪ তারিখেই দিসে।
তারপর টং ওয়ালে উদ্দেশ্য করে সহকর্মী ভদ্রলোক যা বললেন তা আমার খুব খারাপ লাগছে। ভদ্র লোকের বেতন ২৫০০০ টাকা। একটি মাত্র ছেলে। ছেলেটির বয়স ৫ বছর।জন্মের ৫ মাস থেকে কোন একটা অসুখে ভোগসে। প্রদীপ সাহেবের উপর মা-বাবা স্ত্রী-সন্তান-উনি মিলে ৫ জনের ভরণপোষণের রেসপনসেবলিটি। তিনি কোন দিন দুপুরে ভাত খান নি, এই কারণে নয় যে, তার খেতে ইচ্ছা করেনা, তিনি ১ টি ডাইনিস এর সাথে একটা চা ও একটা কলা খেয়েই লাঞ্চ করছেন। কখনোই ৩০-৩৫ টাকার বেশি বিল উঠান না। ৪২ দিনে উক্ত টঙ এ প্রদীপ সাহেবের মোট বকেয়া ১১০০ টাকা।
যে মানুষটি পরিবারের বাকি চারজনের মুখে তপ্ত দুপুরে গরম ভাত তুলে দিতে নিজে অভুক্ত থাকেন তিনি মানুষ নন। তিনি দেবতা। এরকম লক্ষ লক্ষ দেবতা আছেন গরীব রাস্ট্র গুলোতে। তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমি নিজেই খেটে খাওয়া। সকাল ১০ টায় বের হই। বাসায় ফিরতে রাত ৯ টার পর হয়ে যায়।
তাই এই খেটে খাওয়া মানুষ গুলো কে বড্ড ভালোবাসি। বড্ড সম্মান করি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৭