প্রেম আসলে কি? প্রেম হলো আসলে এমন একটি অনুভূতি যেখানে উত্তেজনা আবেগ ভালোলাগা এবং যৌনতার মিশ্র কেমিস্ট্রি থাকে। স্বভাবতই নারী পুরুষ সৃষ্টির শুরু থেকেই একে অপরের প্রতি দুর্বল এবং তীব্র আকর্ষণ অনুভব করে। যার প্রতি এই দুর্বলতা ও আকর্ষণ সৃষ্টি হয় মানুষ তার প্রেমে পড়ে যায়। পক্ষান্তরে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা পারিবারিক সম্পর্ককেও ছাপিয়ে যায় মাঝে মাঝে।বন্ধুত্ব মানে দৃড়তা।মূলত বন্ধুত্ব কখনো নষ্ট হয়না।নষ্ট হয় সে, যে বন্ধুত্বের মর্যাদা দিতে পারে না। একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে হওয়া বন্ধুত্ব ততক্ষণ পবিত্র থাকে,যতক্ষণ দুজনের মগজ পবিত্র থাকে। মগজ বিকৃত হলেই বন্ধুত্ব যৌন আকর্ষণে রূপান্তরিত হয়। তাই বিপরীত লিঙ্গের বন্ধুত্ব শুধু তাদের মধ্যে হওয়া উচিৎ যাদের বিবেক ও মনুষ্যত্ব কখনো বিকৃত মস্তিষ্কের কাছে পরাজিত হয়না।
ফ্রেন্ড উইথ বেনিফিট আসলে কীঃ ভদ্র ভাষায় হলো একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়া ছাড়াই প্রেমিক বা প্রেমিকার সমস্ত সুযোগ উপভোগ করাকে ফ্রেন্ড উইথ বেনিফিট বলে। একটু অভদ্র ভাষায় বলতে গেলে যা দাঁড়ায় তা হলো- দুজনের মধ্যে একটা মুক্ত সম্পর্ক বজায় রাখা। যে সম্পর্কের ফলে- হাগ, কিস, সে**, ইত্যাদি পারষ্পরিক সম্মতিতে সংঘটিত হয়ে থাকে।
বিশ্বাস করুন এখন প্রেম বলে কিছু নেই। এখন শুধু সুগার ডেডি এবং ফ্রেন্ড উইথ বেনিফিট এর যুগ। বর্তমান যুগে এই ধরনের সম্পর্ক গড়ে ওঠা এতোটাই স্বাভাবিক হয়ে গেসে যে, মানুষ ঘুষ খাওয়ার মতো এটাকে পাপ বা অপরাধই মনে করসেনা।
অন্যদেশের কথা জানিনা, বাংলাদেশে মেয়েরা ফ্রেন্ডস উইথ বেনিফিট এর প্রতি বেশি ঝোঁকার কারণ হলো, বয় ফ্রেন্ডের অতিরিক্ত বাড়াবাড়ি। একটা মেয়ে প্রপোজ এক্সেপ্ট করলেই তাকে বন্ধী করে রাখতে চায়। এতো রাতে অনলাইন কেন? ফ্রেন্ড এর সাথে এতো আড্ডা কেন? ফেসবুক পাসওয়ার্ড দাও। মোটমাট মেয়েটি যেন তার কেনা দাসী! বেটা প্রেম করছিস মানে কি মেয়েটিকে কিনে নিচিস! মূলত ফ্রীডমে হস্তক্ষেপ করার কারণেই মেয়েরা ফ্রেন্ডস উইথ বেনিফিটে এডিকটেড হয়। না করেই বা লাভ কি? হুদাই প্রতিদিন দিনে চার বেলা বিএফ এর প্যারা খাবে কেন? এছাড়াও একজনের সাথে একাধিকবার ডেট এর ফলে অনিহাও সৃষ্টি হয়।
এসব সুগার ড্যাডি, ফ্রেন্ডস উইথ বেনিফিট নামক ওয়েস্টার্ন কালচার ভাইরাস এর মতো ঢুকে যাচ্ছে নতুন প্রজন্মের শরীরে। ডিভোর্স না হয়ে কি হবে? পরিবার গুলো না ভেঙে উপায় কি?এমন একটি সময় অতি সন্নিকটে যখন মানুষ- সত্যিকারের প্রেম,ভালোবেসে বিয়ে এগুলোকে অপ্রয়োজনীয় ও হাস্যকর মনে করবে। অলরেডি করসে।সমাজ, নৈতিকতা, পরিবার ও সম্পর্ক বিধ্বংসী এসব অপসংস্কৃতি রুখতেই হবে। অবশ্য প্রেম করার চেয়ে এটা ভালো। কোন বন্ডিং নেই, দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। ফ্রীডম আছে। কারো সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাকে ধোকা দেয়ার চেয়ে "ফ্রেন্ডস উইথ বেনিফিট" অনেক ভালো। এটলিস্ট প্রতারণা নেই। তবে ক্ষতিকারক হচ্ছে এমন সম্পর্ক মেন্টেন করা একজন স্টুডেন্ট এর জন্য অনেক এক্সপেনসিভ।প্রেমে ছেলেরা মেয়েদের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত নাক গলানোর ফলে এমন ওয়েস্টার্ন কালচার গুলোর দিকে ঝুঁকছে আমাদের তরুণ প্রজন্ম।
ছবি গুগল থেকে ডাউনলোড করা।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৮