সব সম্ভবের দেশ বাংলাদেশ !!!
---এখানে স্বাধীনতার ঘোষক কে নিয়ে নাটক সাজিয়ে টাকা নষ্ট করা হয় কিন্তু গরীব মানুষ টাকার অভাবে না খেতে পেরে ধুঁকে ধুঁকে মরে।
---এখানে সিংহভাগ মুসলমানের দেশ হবার পরেও কতিপয় মন্ত্রী পবিত্র হজ্জ কে নিয়ে বিরূপ মন্তব্য করলেও সরকার তাকে দেশে আসলে সংবর্ধনা দেয়।
---এখানে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে কতিপয় নেত্রি বার্থডে পালন করে করে মজা নেয় আর প্রিয় দিনটিকে কলঙ্কিত করে।
---এখানে স্বাধীনতার ঘোষক কে নিয়ে নাটক সাজিয়ে টাকা নষ্ট করা হয় কিন্তু গরীব মানুষ টাকার অভাবে না খেতে পেরে ধুঁকে ধুঁকে মরে।
এখানে কিছুই অসম্ভব নয়, কারণ এটা বাংলাদেশ !
---এখানে চাল, ডাল, তেল এর মত করে কেজি দরে চেতনা বিক্রি হয়।
---এখানে গণতন্ত্রের নামে পার্টি করে টাকা বিলানো হয়।
---এখানে বাড়তি সুবিধার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করা হয় কিংবা এখানে এমন এক মেশিন আবিস্কার করা হয়েছে যেটার ভিতরে রাজাকার ছেড়ে দিলে মুক্তিযুদ্ধা হয়ে বের হয়।
এখানে সবই সম্ভব কারণ এটা বাংলাদেশ !
---এখানে দাঁড়ি টুপি পরলেই জঙ্গি হয়ে যায়, আর মাদ্রাসায় পড়লেই ব্যাকডেটেড হয়ে যায় কিংবা রাতের আঁধারে নিরবিচারে গুলিবর্ষণ করে হুজুরদের মারা হলেও তার কোন বিচার হয় না।
---এখানে কোন এক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি বিলানো হয় যেখানে তার শাস্তি হওয়া ছিল মৃত্যুদণ্ড।
---এখানে মন্ত্রী দোষ করলে কোন দোষ করলে হয় মেহমান কিন্তু দিনমজুর দোষ করলে হয় আসামী।
এটা সব সম্ভবের দেশ ভাই কারণ এটা বাংলাদেশ।
---এখানে সংসদভবন নির্মিত হয়েছে দেশের কথা বলার জন্য আর এখানে দেশের কথা বলার পরিবর্তে কনসার্ট করা হয়, ইচ্ছেমত ঝগড়া করা হয়।
---এখানে রাজাকার স্বীকৃত হবার পরেও সে মন্ত্রিত্ব পায়, কিংবা উল্টাপাল্টা কথা বলার কারণে দেশের ২ বারের প্রেসিডেন্ট এর নাম ব্যবহ্রিত হয় গালি হিসেবে।
---এখানে বেফাঁস কথা বলে কিংবা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েও পদত্যাগ না করে মন্ত্রিত্তে বহাল থাকে।
এখানে সবই সম্ভব কারণ এর নাম বাংলাদেশ।
আমি জানি, আপনি জানেন, ভাই জানে, ভাবী জানে, নেতা জানে, নেত্রী জানে কোনটা সঠিক কিংবা কোনটা ভুল। কিন্তু তারপরেও সাদা কে কালো আর কালো কে সাদা বানানোর প্রচেষ্টা চলছেই। হয়তোবা কিছু মানুষ কখনোই শুধরাবে না। সেজন্যই হয়তোবা কবি বলেছিলেন ''এমন দেশটি কোথাও
খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশেরসেরা সে যে আমার জন্মভূমি ।"
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪