আমার বোধহয় হয়েছে
বুকের ভিতর এক গোপন সর্বনাশ,
চাঁদের আলো দেখলেই
উড়তে থাকে মন খারাপের বাতাস।
বৃষ্টির জল শরীরে লাগলেই
পুড়ে যায় বুকের ভিতরের আস্ত ভূমি,
আমাকে কেউ বলেনি এই সর্বনাশের
গোপন কারিগর যে তুমি।
চাল ডালের বেহয়া হিসাব
আজকাল গদ্য কবিতা মনে হয়,
আমার বুকেতে বাড়ছে তাই
এক জীবনের যতো ঘুমের ক্ষয়।
আমার মাথায় একটি ঘুমহীন
আকাশ দাবড়ায়,
আমার পায়ে একটি আস্ত
স্বপ্নহীন পৃথিবী কামড়ায়।
তাইতো আমি আজ
সর্বনাশের সর্বনাশ করবো,
প্রেস কন্ফারেন্স করে
গোপন খবর সবাইকে জানাবো।
দুপুর বেলা চুল শুকোতে
বারান্দায় যখনই দাড়াও তুমি,
তোমার দিকে তাকিয়েই
একবার করে খুন হয়ে যাই আমি।
——————
রশিদ হারুন
০৭/১২/১৮