কবি’র একটা আকাশ হলেই চলে,
আকাশ না হলে বড়োজোর সমুদ্র,
যদি তাও কপালে না জুটে তবে একটা নদী,
অথবা জলে টইটুম্বুর একটা দিঘী পেলেই হয়।
প্রেমিকের বুকে শুধুই একটা
লাল ফড়িং ক্লান্তহীন উড়ে,
দিন রাত উড়ে আর উড়ে ।
‘কবি’ একটা কবিতা পেলেই
বুকের ভিতর প্রেমিক হতে চায়,
আর ‘প্রেমিক’ ভালোবাসা না পেলে
’অপ্রেমিক’ হয়ে কবি হয়ে যায়।
———————————
রশিদ হারুন
২২/১১/১৮